রাঙ্গুনিয়ায় মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ

18

রাঙ্গুনিয়ায় বৈজ্ঞানিক পদ্ধতিতে মৎস্য উৎপাদনের কৌশল ও সংরক্ষণ বিষয়ক দুই ব্যাচের চার দিনের প্রশিক্ষণ শেষ হয়েছে।
গত ৭ জানুয়ারি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এবং স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি(জাইকা) সহায়তায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ২য় ব্যাচের উদ্বোধন করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম।
প্রশিক্ষক ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে। এতে উপস্থিত ছিলেন উপজেলা ডেভলপমেন্ট ফ্যাসিলেটটর (ইউডিএফ) ঝিনু চাকমা প্রমুখ। দুই ব্যাচে চারদিনের প্রশিক্ষণে ৬০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।