রাঙ্গুনিয়ায় মেরিট সার্চ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

77

রাঙ্গুনিয়ায় মেরিট সার্চ বৃত্তি পরীক্ষা নামে উপজেলার দুটি কেন্দ্রে গত ২০ ডিসেম্বর মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথমবারের মতো উপজেলার ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪র্থ থেকে ৮ম শ্রেণির ২৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। স›দ্বীপ পাড়া হাজী রহম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পদুয়া গাউছিয়া নুরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন প্রধান পরিদর্শক রাঙ্গুনিয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ জয়নাল আবেদীন।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ানগরি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিপুল বড়ুয়া, আল্লামা গাজী শেরে বাংলা (র.) স্মৃতি সংসদের উপদেষ্ঠা মুহাম্মদ ফখরুল ইসলাম, মুহাম্মদ কলিম উল্লাহ, মাস্টার মুহাম্মদ ফজল আহমদ, কেন্দ্র সচিব স›দ্বীপ পাড়া হাজী রহম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ হেলাল উদ্দিন, পরীক্ষার পরিচালক মাওলানা মো. আলাউদ্দিন, সহকারী পরিচালক সাইফুর রহমান, পরীক্ষার নিয়ন্ত্রক মো. নুরনবী রাজু, অর্থ সচিব আনোয়ার হোসেন, সদস্য সচিব হাবিবুর রহমান আরজু, সদস্য রায়হান উদ্দিন সজীব, ফারুক হোসাইন, মিনহাজুর রহমান, মো. আমজাদ প্রমুখ।