রাঙ্গুনিয়ায় মানসম্মত মাছের পোনা উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ

24

রাঙ্গুনিয়ায় নার্সারি অপারেটরদের মানসম্মত পোনা উৎপাদন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ মার্চ উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম (এনএটিপি)- ২ প্রকল্পের আওতায় মৎস্য দপ্তরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০ জন নার্সারি অপারেটর প্রশিক্ষন নেন। প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক ছিলেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা মো. মমিনুল হক। প্রশিক্ষক ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে ও মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন।
প্রশিক্ষণে মানসম্মত মাছের পোনা উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ ছাড়াও মাছ চাষের প্রাথমিক প্রস্তুতি, পুকুরে রেনু ও পোনা ছাড়া, বানিজ্যিকভাবে মাছ চাষের সঠিক পদ্ধতিসহ মৎস্য বিষয়ক বিভিন্ন পদ্ধতি প্রশিক্ষণ দেয়া হয়।