রাঙ্গুনিয়ায় মানবাধিকার কমিশনের শীতবস্ত্র বিতরণ

45

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন মানবাধিকার কমিশনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। একই সাথে মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। গত শুক্রবার বিকেলে চন্দ্রঘোনা লিচু বাগানে দ্যা রাইজিং সান কেজি এন্ড হাই স্কুল হলে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়ন মানবাধিকার কমিশনের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যক্ষ কে এম মুছা। সাধারণ সম্পাদক ইসকান্দর মিয়া তালুকদার , এডভোকেট সেকান্দর চৌধুরী, মুহাম্মদ ইদ্রিস, ইলিয়াছ চৌধুরী, অধ্যাপক রফিক মিয়া তালুকদার এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। ইউনিয়ন মানবাধিকার কমিশনের সহ সভাপতি মহিউদ্দিন বাদশার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে সাধারণ সম্পাদক এনামুল হক, দ্যা রাইজিং সান কেজি স্কুলের পরিচালক মহিউদ্দিন রোকন, মোহাম্মদ সেলিম, সুনীল দাশ প্রমুখ আলোচনায় অংশ নেন। আলোচনা শেষে চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন মানবাধিকার কমিশনের পক্ষ থেকে শতাধিক শীতার্ত অসহায় মানুষের হাতে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিথিবৃন্দ কম্বল বিতরণ করেন। বিজ্ঞপ্তি