রাঙ্গুনিয়ায় বুদ্ধ পূর্ণিমা উদযাপিত

43

বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পুর্ণিমা উপলক্ষে রাঙ্গুনিয়ায় শান্তি শোভাযাত্রা বের করা হয়েছে। গত ১৮ মে শোভাযাত্রাটি হাজারো বৌদ্ধ ধর্মাবলম্বীদের অংশগ্রহণে উপজেলার সৈয়দবাড়ি কেন্দ্রীয় ধর্মচক্র বৌদ্ধ বিহার থেকে শুরু হয়ে উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি বিমলজ্যেতি মহাস্থবির’র সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া বুদ্ধ পূর্ণিমা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমঙ্গল মহাস্থবির, দ্বীপানন্দ থের, সত্যানন্দ থের, উদযাপন পরিষদের সহসভাপতি মনিলাল তালুকদার, যুগ্ম সম্পাদক এড. জয় বড়ুয়া, মুক্তিযোদ্ধা সুশান্ত বড়ুয়া, সজল বড়ুয়া, নীহার কান্তি বড়ুয়া, সুব্রত বড়ুয়া, পলাশী মুৎসুদ্দী, নিখিল প্রসাদ বড়ুয়া, সুগত তালুকদার, দিজু বড়ুয়া,সাধন বড়ুয়া,অরুন বড়ুয়া, অনুবিকাশ বড়ুয়া, প্রসেনজিত বড়ুয়া লাবু, সমীরন বড়ুয়া, মিঠু বড়ুয়া, সত্যপ্রিয় বড়ুয়া,মলিন কুমার বড়ুয়া, বাবুল বড়ুয়া, সঞ্জয় বড়ুয়া, হিরু এল বড়ুয়া প্রমুখ। এদিকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে উপজেলার ৮৫ বৌদ্ধ বিহারে পুলিশের নিরাপত্তাবলয় ছিল। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করেন পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের জানান, প্রতিটি বিহারে পুলিশ সজাগ ছিল। টহলের পাশাপাশি বিশেষ বিহারগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।