রাঙ্গুনিয়ায় বুদ্ধ পূর্ণিমায় ৮৫ বিহারে পুলিশের বিশেষ নজরদারি থাকবে

60

১৮ মে বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পুর্নিমা উপলক্ষে রাঙ্গুনিয়া থানার আয়োজনে বিশেষ মতবিনিময় সভা রাঙ্গুনিয়া উপজেলার কেন্দ্রীয় বৌদ্ধ বিহার ধর্মচক্র বিহার প্রাঙ্গনে গত ১২ মে বিকেলে অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি বিমলজ্যেতি মহাস্থবিরের সভাপতিত্ব সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভুঞা। উদ্বোধকের বক্তব্য দেন বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাস্টের সাবেক ভাইস চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। উপজেলার ৮৫ বৌদ্ধ বিহারের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন রাঙ্গুনিয়া বুদ্ধ পূর্নিমা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমঙ্গল মহাস্থবির, বৌদ্ধ ধর্মীয় নেতা দীপংকর থের, শিক্ষক রঞ্জন বড়ুয়া, মনিলাল তালুকদার, সুব্রত বড়ুৃযা, প্রসেনজিত তালুকদার, বাবলা মুৎসুদ্দী, দিজু বড়ুয়া, অরুন বড়ুয়া, সঞ্জয় বড়ুয়া, দীলিপ বড়ুয়া, কমল বড়ুয়া, অভিজিত তালুকদার, নীহার কান্তি বড়ুয়া, সমীরন বিকাশ মুৎসুদ্দী, মৃদুল বড়ুয়া, মনিল তালুকদার প্রমুখ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভুঞা তার বক্তব্যে বলেন, দুষ্ট লোকদের বুঝিয়ে দিতে হবে আমরা সজাগ আছি। বুদ্ধ পূর্নিমা উপলক্ষে রাঙ্গুনিয়ার ৮৫ বৌদ্ধ বিহারে পুলিশের বিশেষ নজরদারি থাকবে। প্রত্যেক ইউনিয়নে মোবাইল টিম টহল দেবে। এবার প্রতিটি বৌদ্ধ বিহারে সব্বোর্চ নিরাপত্তা বলয় তৈরি করা হবে।