রাঙ্গুনিয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সম্পন্ন

48

রাঙ্গুনিয়ায় ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান অলিম্পিয়াড শেষ হয়েছে। গত ২৯ মার্চ উপজেলা প্রশাসনের আয়োজনে শিশুমেলা মডেল স্কুল প্রাঙ্গণে দুইদিনব্যাপী মেলার শেষ দিনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ, নারী ভাইস চেয়ারম্যান রেহেনা আখতার বেগম, ইউপি চেয়ারম্যান ইদ্রিচ আজগর, আহামদ ছৈয়দ তালুকদার, মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন, নুর কুতুবুল আলম, মির্জা সেকান্দর হোসেন, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মাস্টার আসলাম খান, উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াছ, শিক্ষা কর্মকর্তা জহির উদ্দীন প্রমুখ। মেলায় মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে ক বিভাগে প্রথম হয় রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়, ২য় কোদালা উচ্চ বিদ্যালয় ও যুগ্মভাবে ৩য় হয় সোনারগাঁও উচ্চ বিদ্যালয় ও সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। খ বিভাগে ১ম উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজ, ২য় রাঙ্গুনিয়া নুরুল উলুম ডিগ্রি মাদ্রাসা ও ৩য় এম শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজ। মেলায় উপজেলার ৩২ টি উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজ অংশগ্রহণ করে।