রাঙ্গুনিয়ায় বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

43

রাঙ্গুনিয়ায় বাল্যবিয়ের খবর পেয়ে এক কিশোরীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। ওই কিশোরী এবার উপজেলার বেতাগী ইউনিয়নের রোটারি বেতাগী ইউনিয়ন উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল। একই গ্রামের এক প্রবাসীর সাথে মেয়েটির গতকাল শুক্রবার দুপুরে বিয়ে হওয়ার কথা ছিল। দুপুর গড়ানোর আগেই বেতাগী ইউনিয়নের ঢেমিরছড়া এলাকায় মেয়ের বাড়িতে বিয়ের আয়োজন চলাকালে পুলিশ নিয়ে পৌঁছে যান ইউএনও। এসময় পুরো বাড়িতে অতিথির আগমনে ভরা ছিল। এর আগে সকালে বেতাগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর কুতুবুল আলম ও উপজেলার এক কর্মকর্তাকে বিয়ে বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেয়া হলেও কিশোরীর পরিবার বিয়ে দেয়ার সিদ্ধান্তে অনড় ছিল। পরে ইউএনও নিজে গিয়ে বিয়ে বন্ধ করে দেন।
ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার নিবন্ধন অনুযায়ী মেয়েটি প্রাপ্তবয়ষ্ক নয়। কিশোরীর মা-বাবা, আত্মীয় স্বজন ও পরিবারের অন্যদের এক জায়গায় বসিয়ে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বুঝালে তারা বিয়ের অবস্থান থেকে সরে আসে। মেয়ে প্রাপ্তবয়ষ্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না জানিয়ে মুচলেকা দেনা মা-বাবা।