রাঙ্গুনিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

4

রাঙ্গুনিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক অনূর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে। বুধবার (২ জুন) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। বেলুন উড়িয়ে টুর্নামেন্টটির উদ্বোধন করেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বদিউল খায়ের লিটন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি এরশাদ মাহমুদ, উত্তরজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কাশেম চিশতি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংস্থার সহসভাপতি ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) নুরুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাছান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাসুদ রানা, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দিন, ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর, মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন, ইকবাল হোসেন চৌধুরী মিল্টন, নূর কুতুবুল আলম, মুজিবুল হক হিরু, আসলাম খাঁন, আরিফুল ইসলাম চৌধুরী, এমরুল করিম রাশেদ, এনামুল হক, মুক্তি সাধন বড়ুয়া, হারুনুর উর রশীদ প্রমুখ।
উদ্বোধন শেষে প্রথম দিন দুটি খেলা অনুষ্ঠিত হয়।
প্রথম খেলায় লালানগর ইউনিয়ন ফুটবল দল এর বিপক্ষে খেলা নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে টাইব্রেকারে চন্দ্রঘোনা ফুটবল দল জয়লাভ করে। দ্বিতীয় খেলায় বেতাগীর বিপক্ষে শেখ মোহাম্মদ আরমান সিকদারের জোড়া গোলে জয় পায় শিলক। টুর্নামেন্টে রাঙ্গুনিয়ার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১৬টি দল অংশ নিচ্ছে। আজ বৃহস্পতিবার একই মাঠে দুটি খেলা অনুষ্ঠিত হবে। প্রথম খেলায় বিকাল ৩টায় মরিয়মনগর প্রতিদ্বন্ধীতা করবে রাজানগরের সাথে এবং পরের খেলায় পদুয়া ইউনিয়ন প্রতিদ্বন্ধিতা করবে দক্ষিণ রাজানগর ইউনিয়ন ফুটবল দলের সাথে।-রাঙ্গুনিয়া প্রতিনিধি