রাঙ্গুনিয়ায় প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা সামগ্রী পেল দুস্থ কর্মজীবি নারী

35

রাঙ্গুনিয়ায় ৪২৫ জন দুস্থ কর্মজীবি নারীকে স্বাস্থ্যসেবা ও প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা সামগ্রী দেয়া হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে কর্মজীবি ল্যাক্টেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় আলোচনা সভা শেষে এসব সামগ্রী দেয়া হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া সফির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার গুল জান্নাত, তথ্যসেবা কর্মকর্তা রোকসানা খাতুন নার্গিস, মাসুদ নাসির, উপজেলা মহিলালীগের সভাপতি পলাশী মুৎসুদ্দী, পৌরসভার নারী কাউন্সিলর ইয়াসমিন আকতার ও নুর জাহান বেগম।