রাঙ্গুনিয়ায় প্রতিবন্ধী দিবস পালিত

33

অভিগম্য আগামীর পথে এ প্রতিপাদ্যে ২৮তম আন্তর্জাতিক ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবন উপলক্ষে রাঙ্গুনিয়া প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে ও বেসরকারি এনজিও সংস্থা এওয়াক এর সহযোগিতায় র‌্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান গত ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের চিকিৎসক এসএম নোমান।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান। সহকারী ফিজিও থেরাপিস্ট মো. হাসান রাব্বীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব পালিত, চন্দ্রঘোনা-কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর, শিলক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মাদ হাসান, শিক্ষা কর্মকর্তা মো. জহির উদ্দিন, রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মাস্টার আসলাম খাঁন, এওয়াকের প্রধান নির্বাহী শফিউল আলম সিরাজী, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি আকাশ আহমেদ, কাউন্সিলর সিরাজুল ইসলাম, শিক্ষক নির্মল কান্তি দাশ ও এওয়াকের সমন্বয়ক সমীর বড়ুয়া।
শেষে ২জন দৃষ্টি প্রতিবন্ধীকে সহায়ক উপকরণ হিসেবে উন্নতমানের স্মার্ট কেন (সাদা ছড়ি) দেওয়া হয়।