রাঙ্গুনিয়ায় প্রতিবন্ধী রুমিকে দেখতে গেলেন নেদারল্যান্ডের নিকি বোর

58

রাঙ্গুনিয়া পৌরসভার ১নং ওয়ার্ড নোয়াগাঁও এলাকার প্রতিবন্ধী রুমি আক্তার (১৬)। ছোটবেলায় দুর্ঘটনার মুখে তার ডান পায়ের হাটুতে আঘাত পেয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। অনেক কষ্টে এ পা নিয়েই খুড়িয়ে খুড়িয়ে চলাফেরা করেন তিনি। একদিকে শারীরিক এ অক্ষমতা অন্যদিকে পরিবারের দারিদ্রতা দুয়ে মিলে দুর্বিষহ জীবন তার। পরিবারে বাবা নেই মাকে নিয়েই তার সংসার। কিন্তু তবুও থেমে নেই রুমি। ছোটবেলা থেকেই বেসরকারি এনজিও সংস্থা এওয়াকের সহযোগিতায় পড়ালেখা চালিয়ে যাচ্ছেন তিনি। এছাড়াও মায়ের সাথে হাতে হাত লাগিয়ে টুকরি বানিয়ে চালাচ্ছেন নিজের পরিবার। এবার এসএসসি পরীক্ষা দিয়েছে রুমি। একদিন রাঙ্গুনিয়া স্কুলে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় পড়ে গুরুতর আহত হয় সে। এরপরেও এ অবস্থায় সবগুলো পরীক্ষায় অংশ নিয়েছে রুমি। গত ৬ মে প্রতিবন্ধী রুমিকে দেখতে যান নেদারল্যান্ডের নাগরিক ও এ দেশের শিশুদের নিয়ে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠান লিলিয়েন ফাউন্ডসের উপদেষ্টা নিকি বুর। এসময় তার সাথে ছিলেন বাংলাদেশের বেসরকারি সাহায্য সংস্থা ডিআরআরএ এর পরিচালক ফরিদা ইয়াছমিন, ব্যবস্থাপক শাহনাজ পারভিন, রাঙ্গুনিয়ায় এওয়াকের সমন্বয়কারী সমীর বড়–য়া, ফ্যাসিলেটর ভাস্কর সাহা প্রমুখ। এসময় নিকি বোর রুমি ও তার মা বুলবুল আক্তারের সাথে কথা বলেন এবং তাদের সাথে ছবি তোলেন। নিকি বোর রুমির প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে পড়ালেখা করে এগিয়ে যাওয়ার ভূয়েশী প্রশংসা করেন।