রাঙ্গুনিয়ায় পুড়িয়ে দেয়া হয়েছে বালি তোলার ড্রেজার

65

রাঙ্গুনিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকালে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের কদমতলী এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে বালু তোলার অবৈধ খননযন্ত্র পুড়িয়ে দেওয়া হয়েছে এবং অবৈধ বালু উত্তোলনের দায়ে ত্রিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আদালতে নেতৃত্ব দেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো. মাসুদুর রহমান। তাকে সহযোগিতা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পূর্বিতা চাকমা ও রাঙ্গুনিয়া থানা পুলিশ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কর্ণফুলী নদীর কদমতলী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল জনৈক আইয়ুব। এই নিয়ে সম্প্রতি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বালু তোলার খননযন্ত্র পুড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এরপরেও সে একই স্থানে আবারও বালু উত্তোলন অব্যাহত রাখে। খবর পেয়ে গতকার সোমবার বিকালে এই এলাকায় আবারও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে তার বালু তোলার খননযন্ত্রটি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং বালু উত্তোলনকারী আইয়ুবের কাছ থেকে বালি ব্যবস্থাপনা ও মাটি আইন-২০১০ এর ১৫ ধারায় ত্রিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইউএনও মো. মাসুদুর রহমান।