রাঙ্গুনিয়ায় পাহাড় কাটার দায়ে ৭ জনের জেল

16

রাঙ্গুনিয়ায় পাহাড় কাটার দায়ে ৭ জনকে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় পাহাড় কাটার স্ক্যাবেটরটিও জব্দ করা হয়। গত শনিবার উপজেলার হোছনাবাদ ইউনিয়নের পূর্ব নিশ্চিনতাপুর এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম। আদালতকে সহযোগীতা করেন রাঙ্গুনিয়া থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, পূর্ব নিশ্চিন্তাপুরে পাহাড় কাটা বন্ধে অভিযান চালানো হয়েছে। এসময় পাহাড় কাটার দায়ে ৭ জনকে কারাদন্ড দেওয়া হয়েছে। তারা হলেন ওই এলাকার হাজি কালা মিয়ার ছেলে নেছার আহম্মদ (৭৫), মগাইছড়ি এলাকার বিশ্বনাথের ছেলে আহমদুল হক (২৬), রাণীরহাট ঠান্ডাছড়ি এলাকার মো. জামালের ছেলে মো. রহিম (২২), উত্তর বনগ্রাম এলাকার ফখরুল ইসলামের ছেলে মো. সালাউদ্দিন (২৫), বনগ্রাম আবুল হাসেমের ছেলে মো. আলাউদ্দিন (২২), হাটহাজারী উপজেলার মো. মুছার পুত্র ইসমাঈল হোসেন বাবলু, মগাইছড়ি এলাকার মৃদুল গণি চাকমার ছেলে বুলুক্যা চাকমা (২৬)। তাদের মধ্যে নেছার আহম্মদকে ৭ দিন ও বাকী ৬ জনকে ১ মাস মেয়াদী কারাদন্ড দেওয়া হয়। রবিবার (১৬ ফেব্রূয়ারি) সকালে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। নির্বাহী হাকিম ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম বলেন, পাহাড় কাটার দায়ে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।