রাঙ্গুনিয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ১২

26

রাঙ্গুনিয়ায় পাগলা কুকুরের কামড়ে আধা ঘণ্টার ব্যবধানে ১০ জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার পোমরা ইউনিয়নের মহত্তরখীল ও বেতাগী ইউনিয়নের গুণগুণীয়া বেতাগী এলাকায় রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। তাছাড়া গতকাল শুক্রবার সকালে পোমরা ইউনিয়নের ছাইনি পাড়া এলাকায় আহত হয়েছেন আরও দুইজন। আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে পাগলা কুকুর আতঙ্কে রাস্তাঘাটে মানুষ লাঠিহাতে চলাচল করছেন।
স্থানীয় মোহাম্মদ আলী জানান, বৃহস্পতিবার রাতে বেতাগী ইউনিয়নের গুণগুণীয়া বেতাগী এলাকায় একটি পাগলা কুকুর হঠাৎ পথচারীদের উপর ঝাপিয়ে পড়ে। মাত্র কয়েক মিনিটের মধ্যে এই এলাকার সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল হান্নান (৩৫), স্থানীয় মো. সাকিব (২২), মো. নাছের (২২), নিপু কান্তি দাশ (২৫) সহ আরও দুই নারীকে কামড়িয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা কুকুরটিকে তাড়া করলে এটি পার্শ¦বর্তী পোমরা ইউনিয়নের মহত্তরখীল এলাকায় এলে ঐ স্থানে আরও ৪ ব্যক্তিকে কামড়িয়ে গুরুতর আহত করে। তারা হলেন নিখিল কান্তি (৪৫), মো. সাকিব (১৯), মো. সোহেল ড্রাইভার (২৬) সহ অজ্ঞাত আরও এক ব্যক্তি। অন্যদিকে শুক্রবার সকালে পোমরা ইউনিয়নের ছাইনিপাড়া এলাকায় গিয়াস উদ্দিন (৩০) সহ আরও এক নারীকে কামড়ায় কুকুর।
স্থানীয়দের মাঝে কুকুর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা সড়কে চলাচলে লাঠি হাতে বের হতে বাধ্য হচ্ছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এনে চিকিৎসা দেওয়া হয়েছে।