রাঙ্গুনিয়ায় ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম মহোৎসব পালিত

56

রাঙ্গুনিয়া উপজেলার খিলমোগল গ্রামে সৎসঙ্গ হোছনাবাদ শাখার উদ্যোগে গত ৮ ফেব্রুয়ারি শ্রী ঠাকুর অনুক‚ল চন্দ্রের ১৩১তম জন্ম মহোৎসব উদযাপিত হয়েছে। দুইদিন ব্যাপী উক্ত মহোৎসবে সংগীতানুষ্ঠান, প্রার্থনা, অমিয় গ্রন্থাদিপাঠ, গীতাপাঠ, ছড়া গানের আসর, মহতী ধর্মসভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি শ্যামল সাহার সভাপতিত্বে ও রূপায়ন সুশীলের সঞ্চালনায় মহতী ধর্মসভায় স্বাগত বক্তব্য রাখেন দ্বিপায়ন সুশীল। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা রমনা কালী মন্দিরের উপদেষ্টা মিলন শর্মা। আলোচক ছিলেন অধ্যাপক স্বদেশ চক্রবর্তী ও অধ্যাপক অসীম কুমার শীল। বিশেষ অতিথি ছিলেন অসীম বরণ সুশীল, মানিক শীল, দিলীপ দাশ, ডা. সাধন রায় ও পরিমল চক্রবর্তী। রাঙ্গুনিয়া প্রতিনিধি