রাঙ্গুনিয়ায় চোলাই মদ ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

72

রাঙ্গুনিয়ায় পৃথক অভিযানে ১১০ লিটার চোলাই মদ ও ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের ধরা হয়। শনিবার তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার পোমরা ইউনিয়নের বাচাশাহনগর এলাকার আহাম্মদ মিয়ার ছেলে মো. সেলিম (৩৫), কুখ্যাত মাদক সম্রাট মো. গিয়াস উদ্দিন(৩০) ও মো. আলমগীর(২৮)। এরমধ্যে সেলিমের কাছে ১০০ লিটার চোলাই মদ সহ বাকি দুইজনের কাছে যথাক্রমে ১০ লিটার চোলাই মদ ও ২০ পিস ইয়াবা পাওয়া যায়। রাঙ্গুনিয়া থানার এস আই মাহবুব হোসেন জানান, গোপন সংবাদে শুক্রবার রাতে গোডাউনে অভিযান চালানো হয়। এই সময় একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশাকে থামাতে বলে এটি পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে কাপ্তাই সড়কের মোহাম্মদপুর এলাকা থেকে সেলিমকে ধরা হয়। এ সময় অটোরিকশার পেছনে ৩টি প্লাস্টিকের বরার ভিতর ২০টি সাদা পলিথিনে রাখা ১০০ লিটার চোলাইমদ ও ব্যবহৃত সিএনজি অটোরিক্সাটি জব্দ করা হয়। রাঙ্গুনিয়া থানা সুত্রে আরও জানা যায়, চন্দ্রঘোনা দোভাষীবাজার এলাকা থেকে ১০ লিটার চোলাই মদ সহ কুখ্যাত মাদক সম্রাট মো. গিয়াস উদ্দিন(৩০) কে এবং উত্তর রাঙ্গুনিয়ার সোনারগাও এলাকা থেকে অপর মাদক সম্রাট মো. আলমগীর (২৮) কে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।