রাঙ্গুনিয়ায় কর্মবিরতিতে যাচ্ছেন স্বাস্থ্য সহকারিরা

24

স্বাস্থ্য সহকারিদের টেকনিক্যাল পদমর্যাদা, বেতনস্কেলসহ ৪ দফা দাবি আদায়ের লক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্মবিরতিতে যাচ্ছেন স্বাস্থ্য সহকারিরা। বাংলাদেশ হেলথ এসিসস্ট্যান্ট এসোসিয়েশনের আহবানে হাম-রুবেলা ক্যাম্পেইন, ট্রেনিং এবং গত ২২ ফেব্রূয়ারি থেকে ইপিআইসহ সকল কার্যক্রম দাবি আদায় না হওয়া পর্যন্ত বর্জনের ঘোষণা দিয়েছে তারা। উপজেলায় কর্মরত স্বাস্থ্য সহকারিরা সাংগঠনিক প্রতিবাদ সভা থেকে এ ঘোষণা দেয়া হয়। এতে সারা দেশের ন্যায় রাঙ্গুনিয়াতেও অনিশ্চিত হয়ে পড়েছে সকল টিকাদান কর্মসূচি। কেন্দ্রিয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত ১৮ ফেব্রূয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তাদের দাবী আদায়ের লক্ষে স্মারকলিপি দিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক জয়ন্ত কুমার চৌধুরী, বাংলাদেশ হেলথ এসিসস্ট্যান্ট এসোসিয়েশনের রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি নেভী আক্তার, সহ-সভাপতি মো. ফজলুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক আবু বক্কর চৌধুরী, যুগ্ম সম্পাদক মো. ইমতিয়াজ, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, মহিলা সম্পাদিকা সুমি আক্তার, সদস্য বিশ্বজিৎ চৌধুরী প্রমুখ। এ্যাসোসিয়েশনের সহসভাপতি মো. ফজলুল হক চৌধুরী বলেন, স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড ১৬তম গ্রেড থেকে ১৪ তম গ্রেডে উন্নীতকরণ এবং এএইচআই, এইচএই’দের ক্রমানুসারে বেতন গ্রেড উন্নীত করণ। স্বাস্থ্য সহকারীদের বেতনস্কেলসহ টেকনিক্যাল পদমর্যাদা প্রদানের জন্য তিন বৎসর মেয়াদী ডিপ্লোমা কার্যক্রম দ্রুত চালু করণ। প্রতি ছয় হাজার জনগোষ্টির জন্য একজন করে স্বাস্থ্য সহকারী নিয়োগ নিশ্চিত করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে শূণ্য পদে নিয়োগ দান করতে হবে। স্বাস্থ্য সহকারীদের জব ডিসক্রিপশন এমআইএস এর মাধ্যমে নীড় পাতায় অন্তর্ভূক্ত করণ। এ্যাসোসিয়েশনের সভাপতি নেভী আক্তার বলেন, শিশুদের টিকাদানের মতো সম্মানজনক টেকনিক্যাল কাজ করে উপযুক্ত বেতন তথা টেকনিক্যাল মর্যাদা পাচ্ছি না। দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সারা দেশের ন্যায় হাম-রুবেলা রেজিস্ট্রেশন ও ট্রেনিং কর্মসুচি বর্জন করেছি আমরা। আগামী ২২ ফেব্রূয়ারি হতে দাবি আদায় না হওয়া পর্যন্ত সকল কাজ পূর্ণ বর্জন কর্মসুচি পালন করব আমরা।