রাঙ্গুনিয়ায় উপকারভোগী কার্যক্রম

27

রাঙ্গুনিয়ায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্তা এবং অস্বচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের উন্মুক্ত পদ্ধতিতে ভাতা বাছাই কার্যক্রম চলছে। গত ১২ ফেব্রূয়ারি মরিয়মনগর ইউনিয়নের চেয়ারম্যান মাঠে বরাদ্দ অনুযায়ী উন্মুক্ত পদ্ধতিতে উপকারভোগী নির্বাচন করা হয়। উপকারভোগী নির্বাচন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাসুদ রানা, মরিয়মনগর ইউপি চেয়ারম্যান মুজিবুল হক হিরু, পারুয়া ইউপি চেয়ারম্যান জাহেদুর রহমান, রাঙ্গুনিয়া ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান মুজিবুর রহমান। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মাদ হাসান বলেন, ২০১৯-২০ অর্থবছরে নতুন উপকারীভোগী নির্বাচন সরকারি নির্দেশনা ও নীতিমালা অনুযায়ী সকল ইউনিয়ন ও পৌরসভায় উপকারভোগী নির্বাচন হবে উন্মুক্ত পদ্ধতিতে। রাঙ্গুনিয়া প্রতিনিধি