রাঙ্গুনিয়ায় আস্থা অবিচল ফুটবল টুর্নামেন্ট

111

রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের আলোকিত ৬০ বছর প‚র্তিতে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন “আস্থা অবিচল” ও বিদ্যালয়ের যৌথ আয়োজনে হীরক জয়ন্তী উপলক্ষে অলম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বিদ্যালয় মাঠে গতকাল বিকালে অনুষ্ঠিত হয়েছে। খেলায় ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড ফুটবল দল ৮নম্বর ওয়ার্ড দলকে টাইব্রেকারে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলার শুরুর আগে থেকেই বিদ্যালয়ের চারপাশের বহুতল বিল্ডিংয়ের প্রতিটি ফ্লোরসহ আশপাশের স্থানে হাজারো দর্শকে পরিপ‚র্ণ হয়ে উঠে। খেলা প্রতিমুহূর্তে দর্শকদের তীব্র উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। নির্দিষ্ট সময়ে লাল ও সাদা জার্সি পড়ে দুই দল খেলায় নামে। ম্যাচের উত্তেজনা ছিল এমন যে, গোলের আগ পর্যন্ত সব সময় মনে হয়েছে ম্যাচটি জিততে পারে যেকোনো দলই। শেষ মিনিট পর্যন্ত উত্তেজনার পারদ ছুঁয়েছিল চ‚ড়ান্ত উচ্চতা। খেলার নির্ধারিত সময়ে দুই দল গোলশূণ্য ড্র করলে খেলা টাইব্রেকারে গড়ায়। সেখানেই ২-০ ব্যবধানে চ্যাম্পিয়ন হয় ৩ নম্বর ওয়ার্ড ফুটবল দল।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাস্টার আব্দুর রউফ। প্রধান অতিথি ছিলেন এরশাদ মাহমুদ। উদ্বোধক ছিলেন মনির আহমদ বিএসসি ফাউন্ডেশনের পরিচালক আবুল হাশেম। স্বাগত বক্তব্য দেন সংগঠনের ক্রীড়া উপ-পরিষদের আহবায়ক আবুল কালাম চৌধুরী। এসএম আবুল ফজল ও হারুন সিকদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রবীণ শিক্ষক আহমদ ছৈয়দ মাস্টার, আক্তার কামাল চৌধুরী, সাবেক চেয়ারম্যান মুজিবুল ইসলাম সরফী, নিজাম উদ্দিন বাদশা, আহসান উল্লাহ, সেলিম জাহাঙ্গীর, জমির হোসেন, মো. করিম চৌধুরী, মো. শাহেদ প্রমুখ। অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খেলা উপলক্ষে আয়োজিত লটারির র‌্যাফেল ড্র করা হয়। খেলা পরিচলনার দায়িত্বে ছিলেন শিক্ষক মুক্তিসাধন বড়–য়া।