রাঙ্গুনিয়ায় আকস্মিক বন্যার ঝুঁকি মোকাবেলায় প্রতিবন্ধীতাবান্ধব মহড়া

33

বেসরকারি উন্নয়ন সংস্থা এওয়াক ও ইউনিয়ন দ‚র্যোগ প্রস্তুতি কমিটির আয়োজনে আকস্মিক বন্যার ঝুঁকি মোকাবেলায় প্রতিবন্ধীদের প্রস্তুতি বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ মার্চ সকালে রাঙ্গুনিয়া উপজেলার খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয় মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল কান্তি চাকমা। তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা এখন আর পিছিয়ে পড়া জনগোষ্ঠী নয়। উন্নয়নে তাদের সম্পৃক্ত করতে সরকার কাজ করে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগে ঝুঁকি মোকাবেলায় প্রতিবন্ধীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য তাদেরকে আলাদা নজর দেয়া সবার দায়িত্ব। স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউপি চেয়ারম্যান রহিম উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হাসান। বক্তব্য রাখেন খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহমান, ফায়ার সার্ভিসের ইনচার্জ লিটন হাওলাদার, এওয়াকের নির্বাহী প্রধান সফিউল আজম সিরাজী, এওয়াক কর্মকর্তা সমীর বড়ুয়া, জিয়াউর রহমান, মাহাবুবুর রহমান, নির্বানিতোষ সাহা, সিডিডি প্রতিনিধি মো. শাহজালাল, ইউপি সদস্য তাপস চক্রবর্তী লাভলু, শিক্ষক রাতুল বৈদ্য প্রমুখ। অনুষ্ঠানে বন্যার ঝুঁকি মোকাবিলার মহড়ার পাশাপাশি অগ্নিকান্ডে ঝুঁকি মোকাবিলার মহড়া দেয়া হয়।