রাঙ্গুনিয়ার হাজী সৈয়দ আলী সড়কে আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

104

রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়ার যোগাযোগের অন্যতম মাধ্যম হাজী সৈয়দ আলী সড়কে সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হতে যাচ্ছে। সড়কটির ক্ষেত্রবাজার এলাকায় দীর্ঘদিন ধরে খানাখন্দকের পাশাপাশি পানি নিষ্কাষণের জায়গা না থাকায় সামান্য বৃষ্টিতে জলকাদায় একাকার হয়ে মানুষের দুর্ভোগের অন্ত ছিল না। এছাড়াও সৈয়দ আলী সড়কের পূর্ব সরফভাটা কানুরহাট ও কোদালা মাদ্রাসা এলাকাতেও ছিল একই ধরণের দুর্ভোগ। এই নিয়ে সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে সড়কটি সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন রাঙ্গুনিয়ার সাংসদ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি এই সড়কটি সংস্কারে এলজিইডির বৃহত্তর চট্টগ্রাম প্রকল্প-৩ এর আওতায় ৯৪ লাখ টাকা বরাদ্দ প্রদান করেন। প্রকল্পটির মাধ্যমে গোডাউন ব্রিজ ও শিলক খালের উপর নির্মিত ছাদেক চৌধুরী ব্রীজের সৌন্দর্য বর্ধনে রঙয়ের কাজ, গোডাউন সেতুর একটি স্পেনে ওয়েরিং কোর্স উঠে যাওয়ায় এ স্থান দিয়ে কার্পেটিংয়ের কাজ, হাজী সৈয়দ আলী সড়কের সরফভাটা ক্ষেত্রবাজারে ৪৫০ মিটার সড়কে আরসিসি ঢালাই ও পানি নিষ্কাষণে ড্রেন নির্মাণ, পূর্ব সরফভাটা কানুরখীল দিয়ে ১০০ মিটার সড়কের কার্পেটিং এবং কোদালা ইউনিয়নের কোদালা মাদ্রাসা সংলগ্ন সড়কে ১৭০ মিটার সড়কের কার্পেটিংয়ের কাজ ইতোমধ্যে শুরু করা হয়েছে। গত ২৫ জুন হাজী সৈয়দ আলী সড়কের সরফভাটা ক্ষেত্রবাজার এলাকা দিয়ে ৪৫০ মিটার আরসিসি ঢালাই কাজ সম্পন্ন হয়েছে। এদিন ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সরফভাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম, প্রকৌশলী আবুল কালাম, আওয়ামী লীগ নেতা আবদুর রউফ মাস্টার, সামশুল ইসলাম, আবুল কালাম, মো. হোসেন, জাহাঙ্গীর আলম মেম্বার, মাহবুব সিকদার, মো. হাবিব, মো. সেলিম, মো. ফারুক প্রমুখ। সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, হাজী সৈয়দ আলী সড়ক দিয়ে দক্ষিণ রাঙ্গুনিয়ার হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন। সড়কটির সরফভাটা ক্ষেত্রবাজার, মেহেরিয়া মাদ্রাসা সহ আশেপাশের এলাকায় তীব্র খানাখন্দক ও যানজটের কারণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। এ সমস্যা নিরসনে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি মহোদয়ের সহযোগীতায় সড়কটি আরও প্রশস্ত করে আরসিসি ঢালাইয়ের পাশাপাশি পানি নিস্কাষণে ড্রেন নির্মাণ করে দেওয়া হচ্ছে। এরফলে এই সড়ক দিয়ে মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হতে যাচ্ছে। উপজেলা প্রকৌশলী মো. দিদারুর আলম জানান, গত ৬ মাস পূর্বে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি মহোদয়ের নির্দেশনা মোতাবেক সড়কটি সংস্কারে প্রকল্প প্রণয়ন করা হয়েছে। প্রকল্পের আওতায় সরফভাটা ক্ষেত্রবাজার দিয়ে আরসিসি ঢালাই কাজের সমাপ্ত হয়েছে। ক্ষেত্রবাজার একটি জনবহুল জায়গা। এ স্থানে সড়কের দুইপাশে দোকান, মসজিদ, মাদ্রাসা, স্কুল হওয়ার কারণে সড়কটির দিয়ে পানি প্রবাহিত হওয়ার পাশাপাশি খানাখন্দকের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছিল। এলজিইডির বিশেষজ্ঞ দল এই সড়কটি পরিদর্শন করে এ প্রকল্প বাস্তবায়ন করেছে।