রাঙ্গুনিয়ার পদুয়া ইউপি ভবনের নির্মাণ কাজের উদ্বোধন

60

রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়ন পরিষদ ভবনের নির্মান কাজ শুরু হয়েছে। রাঙ্গুনিয়ার সাংসদ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ’র দানকৃত জায়গার উপর এই ইউপি ভবনটি নির্মিত হচ্ছে। রবিবার নির্মানাধীন ইউপি ভবনটির বেইজ ঢালাই করা হয়েছে। এদিন ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান গোলাম কবির তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন জাতীয স্বর্ণ পদক প্রাপ্ত মৎস্য খামারী এরশাদ মাহমুদ, উপজেলা প্রকৌশলী দিদারল আলম, উপ-সহকারী প্রকৌশলী জালাল উদ্দীন, ইউপি সদস্য মো. শাহজাহান প্রমুখ। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অর্থায়নে ১ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে নির্মানাধীন এই ভবনের নির্মান কাজ আগামী বছরের জুন মাসের মধ্যে শেষ হবে বলে জানান সংশ্লিষ্টরা। স্থানীয়রা জানান, পদুয়া ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্বাধীনতার পর থেকে শুরু হলেও ভবনের অভাবে ছোট পরিসরে নানা সীমাবদ্ধতার মধ্যে চলতো পরিষদের কার্যক্রম। দীর্ঘদিনের এই দুর্দশা থেকে মুক্তি দিতে এগিয়ে আসেন এলাকার সাংসদ ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি নিজে পরিষদের জন্য জায়গা দান করেন এবং তার প্রচেষ্টায় অবশেষে পরিষদের স্থায়ী কমপ্লেক্সটি নির্মিত হচ্ছে। এতে এলাকাবাসীর মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। পদুয়া ইউনিয়নের বাসিন্দা রাসেল মাহমুদ জানান, দীর্ঘসময় পর ইউনিয়নের হাজার হাজার বাসিন্দা তাদের সেবার জন্য একটি স্থায়ী ইউপি কমপ্লেক্স পেতে যাচ্ছে। এটির মাধ্যমে জনগনের সেবার পরিধি আরও বৃদ্ধি পাবে। ইউনিয়ন পরিষদের কার্যক্রমের গতিও বেড়ে যাবে। বৃদ্ধি পাবে এলাকার মানুষের জীবনমান।