রাঙ্গুনিয়ার নুরুল উলুম মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

81

রাঙ্গুনিয়া উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে রাঙ্গুনিয়া নুরুল উলুম ফাযিল (স্নাতক) মাদ্রাসা। এছাড়াও মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ নাছির উদ্দিন তৈয়বী শ্রেষ্ঠ অধ্যক্ষ, সহকারী মৌলভী মোহাম্মদ নিজাম উদ্দীন শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ও মাদ্রাসাটির দশম শ্রেণির ছাত্র মোহাম্মদ আমিনুল ইসলাম শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ উপলক্ষে শ্রেষ্ঠ যাচাই বাছাইয়ে গত ২৩ মার্চ মাধ্যমিক শিক্ষা কার্যালয় এ ঘোষণা করেন। গত ২৪ মার্চ এ উপলক্ষে বিশেষ সংবর্ধনার আয়োজন করেন মাদ্রাসা কর্তৃপক্ষ। এদিন সকাল ১০টায় প্রত্যেক শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। পরে মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা সভার সভাপতিত্ব করেন গভর্নিং বডির সভাপতি সৈয়্যদ মুহাম্মদ ওবাইদুল মোস্তফা নঈমী। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন উপজেলার নবনির্বাচিত শ্রেষ্ঠ অধ্যক্ষ মোহাম্মদ নাছির উদ্দিন তৈয়বী, শ্রেষ্ঠ সহকারী মৌলভী মোহাম্মদ নিজাম উদ্দিন ও শ্রেষ্ঠ শিক্ষার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসা গভর্নিং বডির সদস্য অধ্যাপক মুহাম্মদ গোফরান, মুহাম্মদ মোজাম্মেল হক, অধ্যাপক ড. আবদুল মাবুদ, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, আব্বাস হোসাইন আফতাব, অর্থ সম্পাদক জগলুল হুদা, স্থানীয় পৌর ওয়ার্ড কাউন্সিলর লোকমানুল হক তালুকদার, ফজলুল করিম তালুকদার প্রমুখ।