রাঙ্গুনিয়ার জাকির হোসেন বিদ্যালয়ের বর্র্ষপূর্তি উৎসব

22

রাঙ্গুনিয়া পৌরসভার জাকির হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ বছর পূর্তি অনুষ্ঠান গত ২৯ মার্চ দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের এ উৎসবকে ঘিরে প্রাণবন্ত ছিল বিদ্যালয় প্রাঙ্গণ। বর্ণিল সাজে সাজানো হয়েছিল পুরা বিদ্যালয় ক্যাম্পাস। উৎসবে বহু পুরানো শিক্ষার্থী ছুটে এসেছিল দূর দূরান্ত থেকে। বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয়েছিল নবীন-প্রবীণ শিক্ষার্থীদের মিলনমেলায়। সকাল ৯টার দিকে দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয় শোভাযাত্রার মধ্য দিয়ে। বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা সবাই একই রঙের টি-শার্ট গায়ে দিয়ে শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রা শেষে প্রাক্তন শিক্ষার্থীরা মাঠে জড়ো হন। এ সময় অনেকেই পুরোনো সহপাঠীকে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। মুঠোফোনে সেলফি তোলেন দলবেঁধে। বেলা ১০টার দিকে বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি সিরাজুল ইসলাম।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান। উদ্বোধক ছিলেন কেডিএস স্টিলের হেড অব সেল্স এন্ড মার্কেটিং মো. আশরাফ উদ্দিন। শিক্ষক সুপ্লব মিত্র তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন শাহ, পৌরসভা কৃষকলীগ সাধারণ সম্পাদক এনামুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউসুফ, কবি ও সাহিত্যিক রিমঝিম আহমেদ, বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক আবদুল কাদের ও অনুষ্ঠানের আহবায়ক রাসেল রাসু প্রমুখ।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ডা. শওকত হোসেন, ডা. শাহাদাত হোসেন, জনতা ব্যাংক গোচরা শাখার কর্মকর্তা শাহ আলম ও বিমান বাহিনীর কর্মকর্তা আরিফুল ইসলাম। দ্বিতীয় অধিবেশনে দুপুর ৩টার থেকে স্মৃতিচারণ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা তাদের স্কুল জীবনের নানা স্মৃতি তোলে ধরেন। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীরা বিদ্যালয়ে একটি পাঠাগার সহ নানা সহায়তার আশ্বাস প্রদান করেন।