রাঙ্গুনিয়ার জনগুরুত্বপূর্ণ উন্নয়ন কর্মকাÐ চিহ্নিত করার লক্ষে উন্নয়ন সমন্বয় সভা

67

রাঙ্গুনিয়ায় তৃণমূল পর্যায়ে জনগুরুত্বপূর্ণ উন্নয়ন কর্মকান্ড উন্নয়ন কার্যক্রমে অন্তর্ভূক্ত করার লক্ষে উন্নয়ন সমন্বয় সভা উপজেলা পরিষদের হলরুমে ১৫ জুন বিকালে অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গুনিয়ার সাংসদ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের বিশেষ নির্দেশে যৌথভাবে এই উন্নয়ন সমন্বয় সভার আয়োজন করে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও উপজেলা আওয়ামীলীগ।
সভা থেকে গত দশ বছরে সম্পাদিত উন্নয়ন ও চলমান উন্নয়ন কর্মকান্ড বাদে তৃণমূল পর্যায়ে জনগুরুত্বপূর্ণ সড়ক, ব্রীজ, কালভার্ট সমূহ যা জনদুর্ভোগ সৃষ্টি করেছে তা তালিকাভুক্ত করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে, উপজেলা প্রকৌশলী দিদারুল আলমের ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদারের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের গ্রেটার চট্টগ্রাম প্রকল্প-৩ এর প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার তোফাজ্জল হোসেন। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ইদ্রিছ আজগর, সদস্য নজরুল ইসলাম সহ উপজেলার ১৫টি ইউনিয়নের চেয়ারম্যান, পৌরসভার প্যানেল মেয়র, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।