রাঙ্গুনিয়ার গোডাউন ব্রিজের বেহাল দশা

302

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়ার ৪ ইউনিয়নের লাখ লাখ মানুষের সহজ যোগাযোগের অন্যতম মাধ্যম গোডাউন ব্রিজ। এটি কর্ণফুলি নদীর তৃতীয় সেতু। এ গোডাউন ব্রিজটির উপরের ওয়েরিং কোর্স, লোহার পাতসহ বিভিন্ন স্পটে ঢালাই ও স্লেপ উঠে গিয়ে যোগাযোগে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে এ অবস্থা চলে আসলেও সংশ্লিষ্টদের কার্যকর কোন পদক্ষেপ নেয়নি। এলজিআরডির অধিন এ ব্রিজের দ্রুত সংস্কার কাজ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সরেজমিনে গোডাউন ব্রিজে গিয়ে দেখা যায়, এ ব্রিজের অধিকাংশ স্থানে উপরের আস্তরন (ওয়েরিং কোর্স) উঠে গেছে। এছাড়াও গার্ডারের সংযোগস্থলে যে লোহার পাত দেওয়া হয়েছে তাও বেশ কয়েক স্থানে উঠে গিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি হয়েছে। এছাড়া ব্রিজের একপাশে পাইপলাইনের উপর যে ¯েøপ দেওয়া হয়েছে তাও কয়েক স্থানে ভেঙে গেছে। এতে ব্রিজ দিয়ে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছেন চলাচলকারীরা। সরফভাটার বাসিন্দা আতিক চৌধুরী জানান, ব্রিজটি সরফভাটা, শিলক, কোদালা ও পদুয়া ইউনিয়নের বাসিন্দাদের চলাচলে গুরুত্বপূর্ণ। প্রতিদিন হাজার হাজার মানুষ এ ব্রিজ দিয়ে এসব ইউনিয়নের বিভিন্ন স্পটে চলাচল করেন। দিনের পর দিন এত গুরুত্বপূর্ণ একটি ব্রিজ নাজুক হয়ে পড়ে থাকাটা দুঃখজনক। সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, হাজী সৈয়দ আলী সড়ক দিয়ে গোডাউন ব্রিজ হয়ে দক্ষিণ রাঙ্গুনিয়ার হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন। তাই দ্রæত এটি সংস্কার কাজ করা প্রয়োজন। উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম জানান, এলজিআরডি’র বৃহত্তর চট্টগ্রাম প্রকল্প-৩ এর আওতায় গোডাউন ব্রিজসহ সৈয়দ আলী সড়ক সংস্কারে ৯৪ লাখ টাকা বরাদ্দ হয়েছে। প্রকল্পটির মাধ্যমে গোডাউন ব্রিজ ও শিলক খালের উপর নির্মিত ছাদেক চৌধুরী ব্রিজের সৌন্দর্য বর্ধনে রঙয়ের কাজ, গোডাউন সেতুর একটি স্পেনে ওয়েরিং কোর্স উঠে যাওয়ায় ঐ স্থান দিয়ে কার্পেটিংয়ের কাজ করা হবে। ইতোমধ্যে এ প্রকল্পের আওতায় হাজী সৈয়দ আলী সড়কের সরফভাটা ক্ষেত্রবাজারে ৪৫০ মিটার সড়কে আরসিসি ঢালাই, পূর্ব সরফভাটা কানুরখীল দিয়ে ১০০ মিটার সড়কের কার্পেটিং এবং কোদালা ইউনিয়নের কোদালা মাদ্রাসা সংলগ্ন সড়কে ১৭০ মিটার সড়কের কার্পোটিংয়ের কাজ ইতোমধ্যে প্রায় শেষ করা হয়েছে। গোডাউন ব্রিজের কাজও কয়েকদিনের মধ্যে শুরু হবে। কথা হয় কার্যাদেশ পাওয়া টিকাদার মো. ইকবালের সাথে। তিনি বলেন, বৃষ্টির কারণে গোডাউন ব্রিজের সংস্কার কাজটি শুরু করা যাচ্ছে না। তবে দুয়েকদিনের মধ্যে এটির সংস্কার কাজ শুরু করা হবে।