রাঙ্গুনিয়ার ক্রীড়াঙ্গনের খবর

162

রাঙ্গুনিয়া কলেজের বার্ষিক ক্রীড়া : রাঙ্গুনিয়া সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়েছে। রোববার (২ ফেব্রূয়ারি) দুপুরে কলেজ প্রাঙ্গনে পুরষ্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ আবু ইউসুফ। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। উপস্থিত ছিলেন কলেজ গভর্ণিং বডির প্রাক্তন সদস্য আসলাম খাঁন, জামাল উদ্দিন, সিরাজুল করিম সিকদার, আবদুর রহিম, নজরুল ইসলাম, আরিফুল ইসলাম চৌধুরী, কলেজের অধ্যাপক এন কে এম শাহরিয়ার, রাজিয়া সুলতানা, মুক্তার হোসেন, সৈয়দ মেজবাহ উদ্দিন আহমদ, মর্তুজা মোর্শেদুল আনোয়ার, আবু মোহাম্মদ নুরুল মোমেন চৌধুরী, মোহাম্মদ মহসিন, ড. আবদুল মাবুদ, বিশ্বজিৎ রায় চৌধুরী, হোমাইরা রওশন, শিরিন আকতার, পৌরসভার কাউন্সিলর লোকমানুল হক তালুকদার, কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি বিকে লিটন চৌধুরী, কলেজের প্রাক্তন ছাত্র মো. পারভেজ হোসেন, মোরশেদ তালুকদার, বাবলা তালুকদার, কলেজের ভিপি মো. শহীদুল ইসলাম সোহেল, ছাত্রনেতা মো. সোহেল প্রমুখ। আলোচনা সভা শেষে ১৬ টি ইভেন্টে ৪৮ জন বিজয়ী শিক্ষার্থীর মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিরা।
শেখ জামাল স্মৃতি ফুটবল : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটায় শেখ জামাল স্মৃতি সংসদের আয়োজনে শেখ জামাল স্মৃতি অলম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১ ফেব্রæয়ারি) বিকেলে পূর্ব সরফভাটার কালা মুন্সিপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে এর উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম। টুর্নামেন্ট উদযাপন কমিটির সভাপতি হাসান মুরাদের সভাপতিত্ব উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার।
প্রধান আলোচক ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইউনুচ। উপজেলা যুবলীগের সদস্য সাইফুল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাস্টার আবদুর রউফ, উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, আওয়ামী লীগ নেতা জসীম উদ্দিন, মোবারক আলী, এনায়েতুর রহিম, শওকতুল ইসলাম, আহসান উল্লাহ, মো. হারুন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নাছির উদ্দিন রিয়াজ, সাধারণ সম্পাদক দিদারুল আলম, যুবলীগ নেতা মো. আজিজ, নাছির উদ্দিন, শিলক ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. পারভেজ, সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ, সানী চৌধুরী, খোরশেদ আলম, প্রণব দে প্রমুখ। উদ্বোধনী খেলায় ভূমিরখীল ফুটবল একাদশ ১-০ গোলে দীঘিরপাড় স্ফুটিং ক্লাবকে পরাজিত করে। টুর্নামেন্টে ২৪টি দল অংশগ্রহণ করে।
কোদালা রাজানগর ক্রিকেট ক্লাব : রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের রাজানগর ক্রিকেট ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা কোদালা উচ্চ বিদ্যালয় মাঠে রবিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। ইউপি সদস্য আব্দুল্লাহ সওদাগরের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুব ও ক্রীড়া সম্পাদক কাউছার নূর লিটন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ফারুক আহম্মেদ তালুকদার, কোদালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবীর বড়ুয়া, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের অর্থ সম্পাদক জগলুল হুদা, সমাজসেবক শাহ আলম, কোদালা ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, বর্তমান সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক মোহাম্মদ এরশাদ, উপজেলা যুবলীগ নেতা সোহেল রানা, কোদালা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আজগর আলী, সাবেক সভাপতি জুবায়ের হোসেন টিটু, ছাত্রলীগ নেতা তাজুল ইসলাম প্রমুখ।
ফাইনাল খেলায় প্রথমে ব্যাটিংয়ে নেমে রাজানগর ক্রিকেট একাদশ ৮৪ রানের টার্গেট দেয়। বিপক্ষ দল মরিয়মনগর ক্রিকেট একাদশ জবাবে ব্যাটিংয়ে নেমে ২ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে এবং টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়।