রাঙ্গুনিয়ার ইছামতিতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

39

রাঙ্গুনিয়ায় পাঁচ দিনব্যাপী মহতী ধর্মসভা ও বৌদ্ধ জ্ঞাতি সম্মেলনের শেষ দিনে বিনামূল্যে ৬ শ দুস্থ রোগীকে চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হয়েছে। এছাড়া বিনামূল্যে ৩ শ রোগীকে রক্তের গ্রæপ ও ডায়াবেটিস পরীক্ষা হয়। রোববার (২১ এপ্রিল) দিনব্যাপী উপজেলার ইছামতি ধাতুরতœ বৌদ্ধ বিহার প্রাঙ্গনে চিকিৎসা ক্যাম্পে মেডিসিন, শিশু, চর্ম, চক্ষু, গাইনী, নাক,কান,গলা, বাত ব্যাথাসহ বিভিন্ন রোগের চিকিৎসা দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। সকালে ক্যাম্পের উদ্বোধন করেন ইছামতি ধাতুরত্ন বিহারের অধ্যক্ষ ধর্মবিরীয় ভিক্ষু। উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি প্রকৌশলী সুভাষ চন্দ্র বড়ুয়া, সাধারণ সম্পাদক শম্ভু মিত্র বড়ুয়া, প্রধান সমন্বয়কারী অপূর্ব মিত্র বড়ুয়া, সমন্বয়কারী সমীর বড়ুয়া, অর্থ সম্পাদক ডাক্তার শান্তুনু বড়ুয়া প্রমুখ।
এর আগের দিন ২০ এপ্রিল দিনব্যাপি সংঘদান, অষ্ট পরিষ্কার দান, উপগুপ্ত মন্দির, বোধি মন্দিও উৎসর্গ, বোধিবৃক্ষ চারা রোপন,মহাসতিপট্ঠান, ভিক্ষু সংঘের পিন্ডচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-উপসংঘনায়ক রতনশ্রী মহাথের’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপ-সংঘ নায়ক অধ্যাপক বনশ্রী মহাথের। আশিবার্দক ছিলেন উপসংঘ নায়ক জীবনানন্দ মহাথের। প্রধান ধর্মদেশক ছিলেন উর্ধ্বত্বন সহসভাপতি জ্ঞানানন্দ মহাথের। উদ্বোধক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সুনন্দ থের। বিশেষ অতিথি ছিলেন রাউজান হোয়ারা পাড়া সুদর্শন মহাবিহারের মহাধ্যক্ষ জ্ঞানবিরীয় মহাথের। সদ্ধর্মদেশক ছিলেন ড. প্রিয়দর্শী মহাথের, পরমানন্দ মহাথের,সুমিত্তানন্দ থের, বিদর্শানাচার্য আর্যশ্রী মহাথের, জ্ঞানবংশ বংশ থের। বক্তব্য রাখেন শতদল বড়–য়া টিপুল প্রমুখ।