রাঙামাটি ব্লাড ফোর্সের ফ্রি ব্লাড গ্রূপিং নির্ণয় ও ব্লাড ক্যাম্প বুথের উদ্বোধন

32

রাঙামাটি ব্লাড ফোর্স এর উদ্যোগে ফ্রি ব্লাড গ্রূপিং নির্ণয় ও ব্লাড ক্যাম্প বুথের উদ্ধোধন করা হয়েছে। গত শুক্রবার তবলছড়ি বাজার সংলগ্ন এই ক্যাম্প বুথের উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. জামাল উদ্দিন। রাঙামাটি ব্লাড ফোর্স বর্তমান আহবায়ক মো. রমজান আলীর সভাপতিত্বে ফ্রি ব্লাড গ্রূপিং নির্ণয় ও ব্লাড ক্যাম্প বুথের উদ্ধোধনকালে অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, এটি একটি সামাজিক সংগঠন। এই সংগঠন সম্পূর্ণ নিজেদের উদ্যোগে এই মহৎ কাজটি করে আসছে।আমার জানামতে রাঙামাটিতে এই সংগঠনটি ৩৫টি ব্লাড ক্যাম্প করেছেন। অনেক গরিব অসহায় লোকজনকে রক্তদান করেছেন। সব কিছু মিলিয়ে রাঙামাটি ব্লাড ফোস অনেক কাজ করেছে তাই তারা প্রশংসার দাবিদার। বিশেষ অতিথি পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান বাবু বলেন, এই সামাজিক সংগঠনটি বিগত দিনের দুর্যোগ, পাহাড়ধস, অগ্নিকান্ডে ও শীতকালে হতদরিদ্র মানুষের পাশে দাড়াতে দেখেছি। সত্যিকার অর্থে ছোট ছোট আকারে অনেক বড় বড় কাজ করছে তারা। সমাজের বৃত্তশালীরা এগিয়ে আসলে সংগঠনটি সফলতা বয়ে আনবে অচিরেই। বিশেষ অতিথি সাংবাদিক এম. কামাল উদ্দিন বলেন, স্কুল কলেজে পড়ুয়া কিশোর কিশোরিরা যে উদ্যোগ গ্রহন করেছে তা সত্যি চমকে দেওয়ার মত। রক্ত মানব শরীরের চালিকা শক্তি আজ তোমরা ফ্রিতে রক্তের গ্রূপ নির্ণয় করে দিচ্ছ ও ফ্রিতে গরিব অসহায় লোকদের রক্তদান করছ। নিসন্দেহে এটি একটি মহৎ কাজ। তোমাদের এ কার্যক্রম সারা দেশে ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশা করছি। আর ব্লাড গ্রূপ নিয়র্ণটি যে র্নিভূল ও র্নিখোদ হয় সে দিকে দৃষ্টি রাখার আহবান জানা। প্রতিষ্ঠাকালিন এডমিন আহমদ ইসতিয়াক আজাদ বলেন, ২০১৭ সালে এই সংগঠনটি যাত্রা শুরু করে আজ এপর্যায়ে এসে পৌছে গেছে। বর্তমানে রাঙামাটি অঞ্চলে ৩৫টি ফ্রি ব্লাড নির্ণয় ক্যাম্প করা হয়েছে। প্রায় ১১হাজার ডোনার লিষ্ট করা হয়েছে। আগামীতে সংগঠনটির কার্যক্রম বাড়বে। সংগঠনের এডমিন মো. সোহেল রানার পরিচালনায় আরো উপস্থিত ছিলেন,সংগঠনটির প্রতিষ্ঠাকালিন এডমিন আহমদ ইসতিয়াক আজাদ, প্রতিষ্ঠাতা এডমিন প্রকৌশলী নুর তালুকদার মুন্নাসহ উপস্থিত সম্মানিত সংগঠনটির সদস্যবৃন্দরা।