রাঙামাটি পার্বত্য জেলার প্রশাসককে বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছা

32

রাঙামাটিতে অবস্থানরত পার্বত্য চট্টগ্রাম সম্মিলিত সামাজিক সংগঠন ঐক্য ফোরামসহ বিভিন্ন সংগঠন থেকে রাঙা-বন্ধু হিসেবে রাঙামাটি পার্বত্য জেলার সুযোগ্য জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছাসহ সংবর্ধন প্রদান করেন সংগঠনগুলো। গত মঙ্গলবার শহরের কাঁঠালতলীস্থ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এ সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় ১০ জন শিক্ষার্থীকে প্রযুক্তি বৃত্তি প্রদান করা হয়েছে। সামাজিক সংগঠন স্বপ্নবুননের প্রতিষ্ঠতা প্রকৌশলী নুর তালুকদার মুন্নার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ। বিগত দিনে এখানকার দুর্যোগ কার্যক্রম, গণশুনানি এছাড়াও বিবিধ কার্যক্রমে রাঙামাটিবাসীর সেবায় আন্তরিকতার সহিত অন্যন্য ভূমিকা রাখায় রাঙামাটিবাসীর পক্ষে স্বেচ্ছাসেবী ও সামাজিক সচেতনতামূলক সংগঠন টীম স্বপ্নবুনন এ সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করেন। সংবর্ধিত প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, আমি আমার দায়িত্ববোধ থেকে দায়িত্ব পালন করে যাচ্ছি জনগণের সেবায়, এভাবেই জনগণের সেবা করে যেতে চাই। রাঙামাটিবাসীর পক্ষে সামাজিক সংগঠনগুলো ও স্বপ্নবুনন কর্তৃক আমাকে যে রাঙা-বন্ধু উপাধি প্রদান করা হয়েছে এতে আমার দায়িত্ব আরো বেড়ে গেল। এর অনুপ্রেরণায় আমি রাঙামাটিবাসীর সেবায় আমার সর্বোচ্চ সময়টুকু প্রদান করবো। তিনি স্বপ্নবুননের অন্যান্য সামাজিক কার্যক্রম প্রশংসণীয় ও ভবিষ্যৎ এ জেলা প্রশাসন সহযোগিতায় স্বপ্নবুননের সাথে থাকবে এই প্রত্যাশা কামনা করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সুপ্রিম কোর্টের আইনজীবী এড. এম এ কে পারভেজ তালুকদার, পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. জামাল উদ্দিন, বেসরকারি এনজিও গরবার নির্বাহী পরিচালক মো. বাদশা ফয়সাল, সামাজিক সংগঠন ঐক্য ফোরামের প্রতিনিধি অরুপ মুসুৎদ্দি, হৃদয়ে বাঘাইছড়ি রাঙামাটি ইউনিটের সভাপতি আশিকুর রহমানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।