রাঙামাটি জেলা গাউছিয়া কমিটির প্রশিক্ষণ কর্মশালা

47

ভীতি ও অমানবিকতার বিরুদ্ধে দাঁড়িয়ে পাহাড়ে করোনায় মৃত ব্যক্তির গোসল, কাফন-দাফন ও সৎকার কাজে নিয়োজিত ৬০ জন স্বেচ্ছাসেবককে নিয়ে রাঙামাটি জেলা গাউছিয়া কমিটির উদ্যোগে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাঙামাটি প্রেস ক্লাবের সম্মলন কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় জেলা গাউছিয়া কমিটির আহবায়ক হাজী মো. মুছা মাতব্বরের সভাপতিত্বে প্রধান প্রশিক্ষক ছিলেন, কেন্দ্রীয় গাউছিয়া কমিটির যুগ্ম মহাসচিব ও কেন্দ্রীয় দাফন সৎকার কমিটির সমন্বয়ক এড. মোছাহেব উদ্দিন বখতেয়ার। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গাউছিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ মাহবুব এলাহী শিকদার, কেন্দ্রীয় দাফন কাফন ও সৎকার কমিটির সদস্য আহসান হাবিব চৌধুরী, রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল ও ইসলামীক ফাউন্ডেশন প্রতিনিধি আহসান হাবিব ভূঁইয়া। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, করোনা কালীন সময়ে সকলকে আরো বেশি মানবিক হতে হবে। মানবতার পক্ষে সবাইকে কাজ করতে হবে।