রাঙামাটি ক্যান্ট-পাবলিক স্কুল এন্ড কলেজের ভূমির কাগজপত্র গ্রহণ

60

রাঙামাটি ক্যান্ট-পাবলিক স্কুল এন্ড কলেজের ভূমির রেকর্ডীয় কাগজপত্র জেলা প্রশাসকের কাছ থেকে গ্রহন করেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার। গত সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জমি হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ ক্যান্ট-পাবলিক স্কুল এন্ড কলেজের পক্ষে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রিয়াদ মেহমুদের কাছে রেকর্ডীয় দলিলপত্র হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মো. নজরুল ইসলাম, পুলিশ সুপারের প্রতিনিধি, ডেপুটি সিভিল সার্জন ডা. নিহার রঞ্জন নন্দী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক প্রবন কুমার চাকমা, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপক মো. আসাদুজ্জামানসহ বিভিন্ন বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা। রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বেেলন, জেলা প্রশাসনের নিরবিচ্ছি প্রচেষ্টায় ভূমি হস্তান্তরের কাজটি অনেক দ্রুত হয়েছে। জেলা প্রশাসনের অক্লান্তিক পরিশ্রমের কারনেই আজ রাঙামাটি ক্যান্ট-পাবলিক স্কুল এন্ড কলেজের ভূমি হস্তান্তর কবলা অতিসহজেই পেয়েছি। তিনি বলেন, এই প্রতিষ্ঠানটি আরো অনেক আগে হওয়ার কথা ছিল। যদিও প্রতিষ্ঠানটি গড়ে তুলতে দেরি হয়েছে তার পরও কোন প্রকার জায়-জামেলা ছাড়াই আজ জমি সংক্রান্ত সমস্যাটি সমাধান হয়েছে। এখন প্রতিষ্ঠানটি সামনের দিকে এগিয়ে যেতে পারবে।