রাঙামাটির ঘাগড়া বন ফাঁড়ি থেকে কাঠ ও ট্রাক জব্দ

37

জেলার ঘাগড়া বন ফাঁড়ি থেকে বিপুল পরিমান অবৈধ গোলকাঠ ও একটি ট্রাক জব্দ করে ঘাগড়া বনশুল্ক ও পরীক্ষণ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা মো.আবদুল মালেক শেখ ও বন প্রহরীরা। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফরেস্ট রেঞ্জার ও বনপ্রহরীদের সহযোগি তায় অবৈধ বনজদ্রব্যবাহী ট্রাকটি জব্দ করে।বনজদ্রবাহী ট্রাক নং চট্টমেট্টো-ড১১-২৩৩৪। এ সময় ট্রাক চালক ও হেলপারসহ অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। ট্রাকে বহনকৃত বনজদ্রব্যের মধ্যে ছিল বিভিন্ন প্রজাতির গোলকাঠ। গোদা কাঠ,চম্পাফুল কাঠ, গুট গুটিয়া ও কড়ই জাতীয় কাঠসহ চৌকাঠের ব্যবহৃত ২৪০ফুট এবং ১৫২.৫৯ ঘনফুট চিড়াই কাঠ পাওয়া গেছে। যার বাজার মূল্য প্রায় ২লক্ষ টাকার অধিক হতে পারে। এব্যাপারে অবৈধ কাঠ পাচারের দায়ে তাদের বিরুদ্ধে বন বিভাগের আইন অনুযায়ী বন মামলা করা হবে।