রাঙামাটিতে সেনাবাহিনীর ত্রাণ তৎপরতা অব্যাহত

35

কোভিড-১৯ করোনা ভাইরাসের কারনে কর্মহীন ও অসহায় হয়ে পড়া মানুষের ঘরে ঘরে সেনাবাহিনীর ত্রাণ পৌঁছে দেয়ার তৎপরতা অব্যাহত রয়েছে। গত মঙ্গলবার সকালে রাঙামাটি শহরের মধ্যে অসহায় মানুষের ঘরে ঘরে গিয়ে ত্রাণ পৌঁছে দিয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসির নির্দেশে ও রাঙামাটি রিজিয়নের তত্ত¡াবধানে রাঙামাটি সদর জোনের পক্ষ থেকে সকালে শহরের তবলছড়ি, আসামবস্তি, ভেদভেদী ও মুসলিমপাড়া এলাকায় করোনা পরিস্থিতির কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় দুঃস্থ পাহাড়ি-বাঙালি মানুষের ঘরে ঘরে গিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে এসব ত্রাণ পৌঁছে দেয় সেনাসদস্যরা। এ সময় রাঙামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল ইসলাম পিএসসি, মেজর মো. নাজমুল হাসান উপস্থিত ছিলেন। এসময় সেনা কর্মকর্তারা জানান, রাঙামাটিতে করোনা পরিস্থিতি মোকাবেলায় মাঠ প্রশাসনকে সহযোগিতার পাশাপাশি, মানুষের মাঝে মাস্ক পরিধান নিশ্চিত করা, সামাজিক দূরত্ব বজায় রাখা ও জনসচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি মানবিক দিক বিবেচনা করে অসহায়, দুঃস্থ, নিম্ন আয়ের দরিদ্র মানুষের মানুষের ঘরে ঘরে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছি।