রাঙামাটিতে সরকারি কর্মকর্তা কর্মচারিদের শুদ্ধচার পুরস্কার চালু

42

সোনার বাংলা গড়ার প্রত্যয়, জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা কর্মচারিদের মধ্যে শুদ্ধচার পুরস্কার চালু করা হয়েছে। গত মঙ্গলবার রাঙামাটি জেলা সম্মেলন কক্ষে শুদ্ধচার পুরস্কার চালু করেন চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. নুরুল আলম জিহাদী। রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসার ডা. টিপু সুলতান, রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসার মো. মইন উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শফি কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি)মিসেস শারমিন আলম। এছাড়াও ১০ উপজেলার ইউএনও উপজেলা চেয়ারম্যানসহ শিক্ষক সাংবাদিক এবং জনপ্রতিনিধি। প্রধান অতিথি চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. নুরুল আলম জিহাদী জানান, যারা সরকারি চাকুরিকে নিজ দায়িত্ব মনে করে জনগণকে সেবা দেবে তারা কখনো ফাঁকিবাজি করতে পারেনা। জনগণ সরকারি অফিস আদালতে আসে সেবা সেবা নেওয়ার জন্য। এখন দেখা গেছে সেবা নিতে এসে প্রতারিত হলো। তাহলে সরকার আপনাকে এত সুযোগ সুবিধা দিয়ে কেন বসিয়ে রেখেছেন ? তাই আপনাকে দায়িত্ববান হয়ে কাজ করতে হবে। আমরা যারা চাকুরি করি সবাই সেবক। এবার এ জেলায় ভাল কাজের জন্য লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দত্ত, জেলা প্রশাসনের কার্যালয়ের এনডিসি উত্তম কুমার দাশসহ চার পুরস্কার পেয়েছেন। রাঙামাটি প্রতিনিধি