রাঙামাটিতে সংঘর্ষে নিহতের ঘটনা গুজব : প্রশাসন

32

রাঙামাটির রাজস্থলীতে দুই সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় সাতজন নিহত হওয়ার গুজব ছিল গতকাল বুধবার সারাদিন। তবে ঘটনার সত্যতা নিয়ে নিশ্চিত নয় পুলিশ ও স্থানীয় প্রশাসন। গতকাল সকালের দিকে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের তাইতংপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে বলে শোনা যায়। একাধিক অসমর্থিত সূত্রে জানা যায়, ওই এলাকায় পরস্পরবিরোধী দুই পাহাড়ি সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে অন্তত সাতজন নিহত হয়েছে।
ঘটনার বিষয়ে পুলিশ বলছে, তাদের কাছে এ ধরনের ঘটনা সম্পর্কে কিছুই জানা নেই।
জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ বলেন, ঘটনাটির কোনো সত্যতা নেই। পুলিশ সুপার মো. আলমগীর কবির বলেন, এ ধরনের কোনো ঘটনার সত্যতা খুঁজে পাওয়া যাচ্ছে না। খবর পেয়ে ঘটনাস্থলে গেছে রাজস্থলী থানা পুলিশ। কিন্তু সেখানে কোনো রকম হতাহত বা গোলাগুলি ঘটনার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।
রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শেখ সাদেক বলেন, এ ধরনের ঘটনা সম্পর্কে আমার কাছে বিস্তারিত কিছুই জানা নেই। স্থানীয় লোকজনের কাছে গোলাগুলির খবর শোনা গেলেও এ ঘটনার সত্যতা নেই। কাজেই এ বিষয়ে আমি নিশ্চিত নই। শুনেছি, ঘটনাস্থলে গিয়ে এ ঘটনার কোন অস্তিত্ব খুঁজে পায়নি রাজস্থলী থানা পুলিশ।