রাঙামাটিতে শুরু হচ্ছে শুদ্ধি অভিযান

28

দেশব্যাপী চলমান শুদ্ধি অভিযানের অংশ হিসেবে দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, দখলবাজ ও মাদক কারবারীদের ধরতে রাঙামাটি জেলায় অভিযান শুরুর ইঙ্গিত দিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক একজন গোয়েন্দা কর্মকর্তা। অভিযানে চিহ্নিত উল্লেখযোগ্য অপরাধগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, দখলবাজ, নেতাকর্মী, অসাধু ব্যবসায়ী, সরকারি চাকরিজীবী, ও মাদক ব্যবসায়ী। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাদের কেউকে ছাড় দেওয়া হবেনা। সম্প্রতি শুদ্ধি অভিযান শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
সূত্রটি জানিয়েছে ,শুক্রবার থেকে জেলা সদরসহ ১০ উপজেলার অপরাধীদের আটকে খোঁজ-খবর নেয়া শুরু হয়ে গেছে। যে কোন সময়- যে কেউ আটক হতে পারে। তালিকায় কতজন আছে, সে সংখ্যা জানাতে অপারগতা প্রকাশ করেন। তবে তালিকাটি দীর্ঘ হতে পারে বলে জানান। রাঙামাটিতে শুদ্ধি অভিযান হবে এমন খবর ছড়িয়ে পড়তেই নড়েচড়ে উঠেছে অনেক পদস্থ কর্মকর্তা ও নেতাকর্মী। চরম আতঙ্কে রয়েছে সরকারি-স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের দুর্নীতিবাজ কর্মকর্তা ও মাদক ব্যবসায়ীরা। নভেম্বর ও ডিসেম্বর এই দুই মাস টানা শুদ্ধি অভিযান চলবে। ইতোমধ্যে তোলপাড় শুরু হয়েছে দুর্নীতিবাজদের মাঝে। এ নিয়ে অফিস পাড়া, রাজনৈতিক মহল ও এলাকার চা-দোকানগুলোয় সরগরম আলোচনা শুরু হয়ে গেছে। অপরাধীদের আটক হবে-এমন খবরে ত্যক্ত-বিরক্ত সাধারণ মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। শুদ্ধি অভিযান বিষয়ে রাঙামাটি জেলা প্রশাসনের এনডিসি তাপস দাশ বলেন, শুদ্ধি অভিযানের বিষয়ে এখনো কোন তথ্য পাইনি। তবে অনিয়ম-দুর্নীতি পেলে ব্যবস্থা নেয়া হবে। একই বিষয়ে রাঙামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ ছুফি উল্লাহ বলেন, আমরা এখনো নির্দেশনা পাইনি। নির্দেশনা পেলে জেলা ও উপজেলা পর্যায়ে ধরপাকড় শুরু করব। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান চলছে।