রাঙামাটিতে মৎস্য ও প্রাণীসম্পদ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু

35

রাঙামাটিতে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তাদের (১ম ব্যাচ) ৫দিনব্যাপী সঞ্জীবনী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। রাঙামাটি জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের ব্যাবস্থাপনায় শনিবার সকালে মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন। জেলা মৎস্য কর্মকর্তা মো. ইয়াছিনের সভাপতিত্বে অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও মৎস্য বিভাগের আহব্বায়ক সাধন মনি চাকমা, রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পবন কুমার চাকমা, নদী উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আজাহার আলী বক্তব্য রাখেন।
প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, এ জেলায় মৎস্য চাষ করে উৎপাদন বৃদ্ধি করার বৃহৎ সুযোগ রয়েছে। এখানে রয়েছে এশিয়ার বৃহত্তম কাপ্তাই হৃদ। এ হ্রদকে সঠিকভাবে কাজে লাগিয়ে মৎস্য উৎপাদনের পাশাপাশি দেশ বিদেশে রপ্তানি করে মুদ্রা অর্জন করা সম্ভব।
তিনি বলেন, এ হ্রদ থেকে বোয়াল, চিতলসহ বিলুপ্ত প্রজাতির মাছ ও কার্প জাতীয় মাছের প্রজনন বৃদ্ধিতে সকলের পরামর্শ খুবই জরুরি। তিনি প্রশিক্ষণার্থীদের উেেদ্দ্যশে বলেন, আপনারা প্রশিক্ষণের পাশাপাশি এ জেলার সম্ভাবনাময় এলাকাগুলো পরিদর্শন করুন এবং পরবর্তিতে এ জেলার উন্নয়নে প্রকল্প গ্রহণ করুন। যাতে করে সমতলের ন্যায় এ জেলাও সমানতালে এগিয়ে যায়।
তিনি আরো বলেন, এক সময় এ জেলায় সংরক্ষিত বনাঞ্চল ছিল যা রাজনৈতিক ও অন্যান্য কারণে বিলুপ্ত হতে চলেছে। এ সংরক্ষিত বন রক্ষা ও নতুন করে বন সৃষ্টি করতে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি মৎস্য, কৃষি, প্রাণীসম্পদ’সহ সকল সেক্টরের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।