রাঙামাটিতে মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন করলের প্রধানমন্ত্রীর একান্ত সচিব

55

রাঙামাটিতে রবিবার বিকালে মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের একান্ত সচিব-১ মো.তোফাজ্জল হোসেন (অতিরিক্ত সচিব)। জেলা প্রশাসন কার্যালয়ের নিচ তলায় একটি কক্ষে এই কর্নারের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে সচিব মুক্তিযুদ্ধ কর্নার পরিদর্শন করেন।
মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন কালে উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপ সচিব এসএম শফি কামাল, জেলা মুক্তি যোদ্ধা কমান্ডার রর্বাট পিন্টু, জেলা মুক্তিযোদ্ধা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, মুক্তিযোদ্ধা রুহুল আমিন, মুক্তি যোদ্ধা কামাল উদ্দিনসহ জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ, রাঙামাটি প্রতিবন্ধী স্কুলের সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং স্থানীয় রাজনীতিক ও জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
জেলা প্রশাসক সূত্রে জানা গেছে, এই মুক্তিযুদ্ধ কর্নারে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কিত বিভিন্ন ধরনের বই পুস্তক সংরক্ষিত থাকবে এবং এ জেলার মুক্তিযোদ্ধারা চাইলে প্রতিদিন এসে এই কর্নারে সময় দিতে পারবেন।
সচিবকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা মুক্তিযোদ্ধারা, জেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারি ও সরকারি কর্মচারি সমিতি।