রাঙামাটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

51

রাঙামাটিতে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালের দিকে শহরের জেনারেল হাসপাতাল সংলগ্ন রাঙামাটি মেডিকেল কলেজ গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. আনোয়ার হোসেন (২৮) ও আবদুল আজিজ (২৬)। নিহত দুইজনই শহরের পুরাতন বাস স্টেশন এলাকার আবু বক্করের বাড়িতে ভাড়ায় থাকতেন। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ঈরদী বলে জানা গেছে।
নিহত আজিজের ভাই ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হারুন মাঝির নেতৃত্বে তিন শ্রমিক বিদ্যুৎ লাইনে কাজ করতে যান। কিছুক্ষণ কাজ করার পর হঠাৎ চিৎকার শুনতে পান আশেপাশের মানুষ। এতে ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, ওই দুই শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর অবস্থায় পড়ে আছেন। এসময় তাদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে দু’জনকেই মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
শ্রমিকদের মাঝি হারুন বলেন, সকালে আমরা রাঙামাটি গণপূর্ত বিভাগের ব্যবস্থাপনায় পিসিআর ল্যাব বসাতে বিদুৎতের কাজ করতে যাই। এক পর্যায়ে এ দুর্ঘটনাটি ঘটে। মাটির নীচে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হন ওই দুইজন। কর্তৃপক্ষ আমাদেরকে বলেনি যে, মাটির নীচে বিদ্যুতের তার রয়েছে। দুর্ঘটনার পরেই তা জানতে পারি।
গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এসএম সানাউল্লাহ বলেন, গণপূর্ত বিভাগের বাস্তবায়নাধীন ‘ঠিকাদার ভিআইপি’ নামে প্রতিষ্ঠানটি আমাদের বিদ্যুতের কাজ করে থাকে। এটি একটি অনাকক্সিক্ষত দুর্ঘটনা। ঠিকাদারকেই নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে হবে। গণপূর্ত বিভাগও তাদের পরিবারকে সহায়তা দিতে চেষ্টা করবে।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত (ওসি) কবির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসআই দেলোয়ার হোসেন গিয়ে দুই শ্রমিকের সুরুত হাল তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়ে দিয়েছেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।