রাঙামাটিতে বাঙালি ছাত্র পরিষদের মানববন্ধন

81

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে চলমান সন্ত্রাস গুম, খুন,অপহরণ, মুক্তিপন, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে রাঙামাটিতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বৃস্পতিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর আলম তালুকদারের সভাপতিত্বে এতে পার্বত্য নাগরিক পরিষদের আহবায়ক মো. জামাল উদ্দিন মাস্টার, বাঙালি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক আবদুল মান্নান, রাঙামাটি সরকারি কলেজ শাখার সভাপতি ফয়েজ আহম্মদ ও সাধারণ সম্পাদক মো. জুবায়ের আহম্মদ বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য শান্তি চুক্তি পরও পাহাড়ে উপজাতি সন্ত্রাসীরা অবিরাম ভাবে গুম, খুন, অপহরণ, মুক্তিপন ও চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে। তাদের হাতে বাসায় পর্যন্ত কেউ নিরাপদ নয়, সম্প্রতি বান্দরবান ও রাঙামাটির রাজস্থলীতে বাসায় ঢুকে সন্ত্রাসীরা আওয়ামী লী যুবলীগ কর্মীদের হত্যা করেছে। আমরা বার বার দাবি জানিয়ে আসলেও সরকার অবৈধ অস্ত্র উদ্ধারে প্রত্যাশিত ব্যবস্থা নিচ্ছে না। বরং হত্যাকান্ড এবং অপহরণ বেড়েই চলছে। পাহাড়ে উপজাতি সন্ত্রাসীরা চাঁদাবাজি করে অবৈধ অস্ত্র কিনছে। আর জেএসএস ও ইউপিডিএফ মত সন্ত্রাসীরা সে সব অস্ত্র দিয়ে পাহাড়ের নিরীহ মানুষ গুলোকে নির্বিচারে হত্যা করছে। তারা বলেন, বর্তমানে পার্বত্য চট্টগ্রামে (রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি) মৃত্যুর কোন গ্যারান্টি নাই। তারা এখন সরকারি দলের রাজনৈতিক নেতাদের টার্গেট করে মারা শুরু করছে। বাঙালি ছাত্র পরিষদ এর নেতৃবৃন্দ সমাবেশের মাধ্যমে সন্ত্রাসী সংগঠন জেএস এস, ইউপিডিএফ ও এমএন লারমা গ্রুপ সংস্কারকে নিষিদ্ধ করার জন্য সরকারের প্রতি আহবান জানান। বক্তারা এসব হত্যাকান্ড বন্ধ, সন্ত্রাসীদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধার ও পার্বত্য চট্টগ্রামকে সকল মানুষের বাসযোগ্য করে তোলার জন্য সরকারের প্রতি উদাত্ত আহবান জানান। বাঙালি ছাত্র পরিষদের মানববন্ধন ও সমাবেশকে স্বাগত জানিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে স্কুল ,কলেজ ও সাধারণ নারী পুরুষরা অংগ্রহণ।