রাঙামাটিতে পাহাড়ধসের আগাম প্রস্তুতিমূলক উঠান বৈঠক জেলা প্রশাসনের

29

আসন্ন বর্ষা মৌসমে পাহাড় ধস ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় রাঙামাটি জেলা প্রশাসনের আগাম প্রস্তুতিমূলক উঠান বৈঠক ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদের নেতৃত্বে শহরের দুর্যোগপূর্ণ এলাকা রুপনগর ও শিমুলতলীতে সচেতনতা মূলক বৈঠক অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক নিজের হাতে ওইসব এলাকার ঘরে ঘরে গিয়ে উঠান বৈঠক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। প্রতিটি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,স্থানীয় মেম্বার চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, ২০১৭ সালের ১২জুন রাঙামাটিতে পাহাড় ধসে ১২০জন মারা যায়। ২০১৮ সালে জেলার নানিয়ারচর পাহাড় ধসে ৮জনের প্রাণহানি ঘটে। তাই এসব এলাকায় ও পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। যার কারণে জেলা প্রশাসন পাহাড় ধস ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি গ্রহণ করতে যাচ্ছে। তিনি বলেন, মানুষ একটু সচেতন হলে দুর্যোগ মোকাবেলায় সহজ হবে।