রাঙামাটিতে ডেঙ্গু রোগী বাড়ছে

33

রাঙামাটিতে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। গতকাল বুধবার আরও দুইজন রোগীকে শনাক্ত করা হয়েছে।
এরা হলো, হ্লাকাচিং তংঞ্চজ্ঞ্যা (১৩) ও তুসিত চাকমা (৩)। দুইজনকেই রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে গত কয়েকদিনে রাঙামাটিতে ১৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে।
এদের মধ্যে বর্তমানে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯ জন। অন্যরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদিকে পরিস্থিতি মোকাবেলায় এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে অভিযান পরিচালনার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।
সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার জানান, গত ২৪ ঘণ্টার ব্যবধানে ডেঙ্গুতে আক্রান্ত ৮ রোগী শনাক্ত করা হয়েছে। এ পর্যন্ত জেলায় ১৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় জোর চেষ্টা চালানো হচ্ছে।
জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ জানান, ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় বৃহস্পতিবার শহরসহ জেলায় সকাল ১০টা
হতে বিকাল ৫টা পর্যন্ত এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংসকরণ, জমে থাকা পানি অপসারণ, মশক নিধনকারী ওষুধ ছিটানো এবং সর্বোপরি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।