রাঙামাটিতে কর্মসংস্থান ও জনশক্তি মন্ত্রনালয়ের সেমিনার অনুষ্ঠিত

54

রাঙামাটিতে কর্মসংস্থান ও জনশক্তি মন্ত্রনালয়ের সেমিনার অনুষ্ঠিত হয়। রবিবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম শফি কামালের সভাপতিত্বে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এর উদ্যোগে এ সেমিনারের কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন,প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের উপ-সচিব মো. আরিফ আহম্মদ। প্রধান অতিথি বলেন,সারা দেশে এ সরকার ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় সুনামের সহীত কাজ করে আসছে। তবে কাজ করতে গিয়ে কিছু তো ভুল ক্রটি থাকতে পারে। জেলা পর্যায়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিভাগ গুলোতে জন বল সংকট,বিদেশে গমন,নারী কর্মীদের বিদেশে হয়রানি,পাসপোর্ট করতে গিয়ে হয়রানি, বিদেশ যেতে কর্মীদের হয়রানিসহ টিটিসিতে জনবল সংকট নিয়ে আলোচনা করা হয়েছে। তিনি বলেন, সেমিনারে যেসব ব্যাপারে বিভিন্ন অভিযোগ উঠে এসেছে তা নিয়ে প্রবাসী কল্যাণ ওবৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ে উধ্বর্তন কর্মকর্তাদের সাথে পরামর্শ ক্রমে বিহীত ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়াও আগামীতে বিদেশে লোক নেওয়ার ব্যাপারে পার্বত্যাঞ্চল থেকে বেশ কিছু লোক বিদেশে পাঠানো হবে। বিদেশগামীদের হয়রানি বন্ধ করার ব্যাপারে সরকার কঠোর সিদ্ধান্ত নেবেন। তিনি আরো বলেন, বিদেশগামী কোন ব্যক্তি যদি বিমান বন্দরে মারা যায় তা হলে বাংলাদেশ সরকার ওই ব্যক্তিকে ৩৫হাজার টাকা প্রদান কর বেন। আর দালালের খপ্পর থেকে দূরে থাকার জন্য সবাইকে আহবান জানান। সেমিনারে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান, চেম্বার অব কমার্সের সভাপতি বেলায়েত হোসেন ভুইয়া, জেলা শিক্ষা অফিসার উত্তম খীসা, বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া পারভীন, রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক রাঙামাটি পত্রিকার সম্পাদক আনোয়ার আল হক, আঞ্চলিক পাসপোর্ট রাঙামাটি কার্যালয়ের কর্মকর্তাসহ আরো অনেকে।