রাঙামাটিতে করোন মোকাবেলায় খাদ্য সহায়তা প্রদান

25

করোনা পরিস্থিতি মোকাবেলায় রাঙামাটিতে খাদ্য ও ত্রাণসহায়তা করছে পার্বত্য শিক্ষা ও সাংস্কৃতিক ফাউন্ডেশন ট্রাস্ট। এটি একটি স্বেচ্ছাসেবী, মানবিক ও সাংস্কৃতিক সংগঠন। গত শুক্রবার ও শনিবার জেলার দুই উপজেলা রাঙামাটি সদর ও কাউখালীতে ১৫৫ পরিবারকে খাদ্য ও ত্রাণসহায়তা দিয়েছে সংগঠনটি। ঢাকার আলোকিত শিশু বাংলাদেশের গিভ ফর গুড কর্মসূচির অর্থায়নে জেলার দুর্গম পাহাড়ি এখার হতদরিদ্র ১৫৫ পরিবারকে এসব খাদ্য ও ত্রাণসহায়তা দিয়েছে সংগঠনটি। প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ১ লিটার সোয়াবিন তেল, একটি সাবান ও ৫০০ গ্রাম করে শুকটি বিতরণ করা হয়েছে। গত শনিবার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের তালুকদার পাড়ায় ৫০ পরিবারকে খাদ্য ও ত্রাণসহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন পার্বত্য শিক্ষা ও সাংস্কৃতিক ফাউন্ডেশন ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক সুশীল প্রসাদ চাকমা, সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি প্রগতি খীসা, আলোকিত শিশু বাংলাদেশের গিভ ফর গুড কর্মসূচির হাফিজ উদ্দিন, মুজিবুর রহমার আশিক, সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্য কর্ণফুলী চাকমা, প্রধান সংগঠক সচিব চাকমা নবীন, সবুজ খাম কর্মসূচির সংগঠক প্রমী খীসা, বিশিষ্ট লেখক রিপন তালুকদার, তরুণ সমাজকর্মী নিরুপম চাকমা তারেং, চিক্কোমণি তালুকদার, সুবর্ণ তালুকদার, প্রিয়াংকি তালুকদার, সুপিকা চাকমা ও জোনাকি চাকমা প্রমুখ। এর আগের দিন শুক্রবার জেলার সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের চারিখংমুখ, কড়ল্যাছড়ি, পলাদ আদাম ও দুরখেইয়া পাড়ার ১০৫ পরিবারকে খাদ্য ও ত্রাণসহায়তা প্রদান করেন তারা। এ সময় পার্বত্য শিক্ষা ও সাংস্কৃতিক ফাউন্ডেশন ট্রাস্টের কর্মকর্তা এবং ইউপি সদস্য নীলিমা চাকমা, হামেশ কুমার চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।