রাঙামাটিতে করোনায় আক্রান্ত ৫৮ জন

18

রাঙামাটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৮ জন। এর সর্বশেষ গত ২৬ মে পাওয়া নমুনা পরীক্ষার প্রতিবেদন অনুযায়ী আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন, প্রথম শনাক্ত ৪ জনসহ ১০ জন। শনাক্ত রোগীরা সদরসহ জেলার ৮ উপজেলার বাসিন্দা। জেলার মোট ১০ উপজেলার মধ্যে বাঘাইছড়ি এবং বরকল এখনও করোনামুক্ত আছে। জেলা স্বাস্থ্য বিভাগ এসব তথ্য নিশ্চিত করেছে। জেলায় এযাবৎ মোট-৮৩২ জনের রক্তের নমুনা আইডিইসিআর এ পাঠানো হয়েছে। এগুলোর মধ্যে ৫৮ জনের প্রাথমিক রিপোর্ট পজিটিভ এসেছে। বাকি ৭৭৪ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। ৫৮ জনের মধ্যে সদরজেনারেল হাসপাতালের ডাক্তার ৩ জন, নার্স ৯ জন, স্বাস্থ্য সহকারি ১ জন ও আয়া ১জন। রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে মোট ১৪ জন আক্রান্ত হয়েছে। তবে এ জেলায় করোনা ভাইরাসে এখনো পর্যন্ত কেউ মারা যায়নি। জেলা স্বাস্থ্য বিভাগের করোনা বিষয়ক চিকিৎসা কর্মকর্তা ডা. মোস্তফা কামাল জানান, জেলায় এ পর্যন্ত করোনায় শনাক্ত হয়েছেন ৫৮ জন। তাদের মধ্যে ৮ জন সুস্থ হয়েছেন। শনাক্তের পর তাদের আবার তৃতীয় দফায় নমুনা পরীক্ষা করা হয়েছে। প্রত্যেকবার নেগেটিভ ফল আসায় এ ৮ জনকে আমরা এখন করোনামুক্ত বলতে পারি। তিনি জানান, আক্রান্তদের মধ্যে রয়েছেন রাঙামাটি সদরের ৩৪ জন, কাপ্তাইয়ের ২ জন, বিলাইছড়ির ২ জন, কাউখালীর ৬ জন, জুরাছড়ির ৬ জন, রাজস্থলীর ১ জন, নানিয়ারচরের ১ জন এবং লংগদুর ৪ জন। জেলার অপর দুই উপজেলা বাঘাইছড়ি ও বরকল এখনও করোনামুক্ত আছে। জেলায় প্রথম করোনায় শনাক্ত হন, ৬ মে ৪ জন। এরপর শনাক্ত হন ১২ মে ১ জন, ১৩ মে ৯ জন, ১৪ মে ১১ জন, ১৬ মে ১ জন, ১৭ মে ১৭ জন, ২২ মে ৩ জন, ২৩ মে ৭ জন এবং ২৬ মে ৫ জন।