রাউজান হলদিয়ায় মাদকের ব্যাপক আগ্রাসনে ধ্বংস হচ্ছে যুব সমাজ

50

রাউজানের ১নং হলদিয়ায় মাদকের ব্যাপক আগ্রাসনে ধ্বংস হচ্ছে যুব সমাজ। দিনদিন এ মাদকের আগ্রাসন বেড়ে যাওয়ায় এলাকার সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশে তৎপর হয় এলাকার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ। এ বিষয়ে গত রবিবার হলদিয়া ইউনিয়ন পরিষদ এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম বলেন, সাম্প্রতিক সময়ে হলদিয়ায় মাদক ও ইয়াবা ব্যবসায়িদের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। যার কারণে আমরা এলাকার সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশে উপজেলা চেয়ারম্যান একেএম এহেসানুল হায়দর চৌধুরী বাবুলের বাসভবনে কয়েক দফা বৈঠক করি। এতে ৮ সদস্য বিশিষ্ট একটি কমিটিও গঠন করি। বৈঠকে এলাকার মাদকের ব্যাপারে ব্যাপক সিদ্ধান্ত হয়। এতে ইয়াবা মাদক ব্যবসায়িদের একটি নামের তালিকা র‌্যাবের হাতে তুলে দেওয়া, ব্যবাসিদের আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেলে প্রেরন, মাদক ব্যবসা না করার অঙ্গীকার করাসহ ব্যাপক সিদ্ধান্ত হয় বলে তিনি উল্লেখ করেন। তবে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, হলদিয়া ইউনিয়নটি ফটিকছড়িরর তিন ইউনিয়ন ও পার্বত্য চট্টগ্রামের কাউখালী উপজেলা সংলগ্ন হওয়ায় খুব সহজেই মাদক ঢুকে পড়ে। এতে এলাকার যুব সমাজ মাদকাসক্ত হচ্ছে ব্যাপক হারে। ইউনিয়ন পরিষদ হল রুমে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান আবদুল মোমেন চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম, উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য এসএম বাবর, জিয়াউল হক সুমন, প্যানেল চেয়ারম্যান সরোয়ার উদ্দিন, মোহাম্মদ আলী, যুবলীগের সভাপতি মনছুর আলম, সাধারণ সম্পাদক হাসান মুরাদ রাজু, জামাল উদ্দিন, রুনু ভট্টচার্য্য।