রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটির সেমিনার

87

মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার উদ্যোগে “নৈতিক অবক্ষয় রোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা” শীর্ষক সেমিনার গত সোমবার কলেজের সাজেদা কবির চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সেমিনারে উদ্বোধনী বক্তব্য রাখেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা শাখার সভাপতি মো জাকের হোসেন মাষ্টার। রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক সেলিম নওয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. নু.ক.ম আকবর হোসেন। তাজকিয়া হাটহাজারী জোনের আহবায়ক ফয়েজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের সহযোগী অধ্যাপক মাওলানা ড. জাফর উল্লাহ্, রাউজান সালামত উল্লাহ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ সাইফুল ইসলাম চৌধুরী রানা। বিশেষ আলোচক ছিলেন রিসার্চ ফেলো ফিনিস একাডেমী, হেলসিংকি ফিনল্যান্ড প্রধান গবেষক ড. সেলিম জাহাঈীর, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য মাওলানা কাজী হাবিবুল হোসেন। উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা শাখার উপদেষ্টা ও গহিরা কলেজের সাবেক অধ্যক্ষ নুরুছাপা, সাধারণ সম্পাদক মো. ইউছুৃফ আলী, নির্বাহী সদস্য সাংবাদিক শফিউল আলম, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম, বর্তমান সভাপতি তৈয়ব চৌধুরী, সংগঠনের রাউজান সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সভাপতি ইসতিয়াক আহম্মদ ফাহিম, সাধারণ সম্পাদক মো. ইমন. গাউসিয়া কমিটি কলেজ শাখার সভাপতি মো.সাইদুল ইসলাম প্রমুখ। সেমিনার শেষে রাউজান সালামত উল্লাহ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী রানার সৌজন্য রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের তিন জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।