রাউজান সরকারি কলেজে পুনর্মিলনী

48

রাউজান সরকারী কলেজ ছাত্রলীগের উদ্যোগে এইচএসসি বিদায় পুনর্মিলনী অনুষ্ঠান গত বৃহস্পতিবার কলেজের সাজেদা কবির চৌধুরী হল রুমে অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ একেএম আবদুর রশিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি মো. শামীম হোসেন। প্রধান বক্তা ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ। আরমান শান্তের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার ও সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক সেলিম নওয়াজ চৌধুরী, অধ্যাপক তসলিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী, রাউজান পৌরসভা ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক মো. আসিফ।

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাব্বির আনোয়ার হিমেল, শরিফুল হক, লিটন দেবনাথ, আরিফুল হক চৌধুরী, কাউসার আহমেদ চৌধুরী তানিম, শওকত রাব্বি, মো. রুবেল, মো. সুজন, মো. হেলাল, ইমন চৌধুরী, সাদনাম রাব্বি, আবু হানিফ, মো. রবিউল হোসেন, মিল্লাত হোসেন, অনন্ত প্রমুখ।

পূর্ব গুজরায়
গাউসিয়া কমিটির
শিক্ষাসামগ্রী বিতরণ

রাউজান পূর্ব গুজরা ইউনিয়নে শিক্ষাসামগ্রী বিতরণ, চিকিৎসা সেবা, খৎনা খ্যাম্প, ব্লাড গ্রুপ নির্নয় ও আলোচনা সভা করেছে গাউসিয়া কমিটি। গত মঙ্গলবার উপজেলার বড়ঠাকুর পাড়াস্থ স্থানীয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শাখার সভাপতি আবদুল ছালাম রায়হানের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন গাউসিয়া কমিটির সভাপতি একেএম জাহাঙ্গীর আলম মেম্বার। মাওলানা আশেকুর রহমান আলকাদেরীর পরিচালনায় মুনাজাত করেন মাওলানা ইসহাক ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন মুহাম্মদ তসলিম উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া পূর্ব গুজরা শাখার সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, ইউপি প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ ইলিয়াছ, ওমান আনজুমানে খোদ্দামুল মুসলেমিনের সাংগঠনিক সম্পাদক মনছুর আলম, পূর্ব গুজরা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মুহাম্মদ আলী মাহাবু, তৈয়ব চৌধুরী, আহমেদ সৈয়দ, সাংবাদিক রমজান আলী, নুরুল আমিন।-রাউজান প্রতিনিধি